অবৈধভাবে ইতালি যাওয়ার দায় ভুক্তভোগীদেরই

বাংলাদেশ চিত্র ডেস্ক

বাংলাদেশ থেকে অবৈধভাবে ইতালিতে যাওয়ার চেষ্টা করে অনেকে বিপদে পড়েন। অনেকরকম দুর্ভোগের শিকার হয়ে ‘ভুক্তভোগী’ হন। এমন দুর্ভোগের জন্য ভুক্তভোগীরা নিজেরাই দায়ী বলে মনে করেন বাংলাদেশে ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো।  

সোমবার (১০ নভেম্বর) ঢাকায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে আয়োজিত এক বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।

রাষ্ট্রদূত আলেসান্দ্রো বলেন, প্রতি বছর হাজার হাজার বাংলাদেশি অবৈধভাবে ইতালি পৌঁছানোর চেষ্টা করেন। বেশিরভাগ ক্ষেত্রেই তারা জাল কাগজপত্র জমা দিয়ে রাজনৈতিক আশ্রয় চান এবং শেষ পর্যন্ত ব্যর্থ হন। তাদের বাংলাদেশে ফিরে আসতে হয়।

তিনি উল্লেখ করেন, ইতালিতে অবৈধভাবে অবস্থানরত কয়েক শত বাংলাদেশিকে ইতালি থেকে ফেরত পাঠানো হয়েছে। রাষ্ট্রদূতের মতে, অবৈধভাবে যাওয়া লোকেরা যতো বেশি ফিরে আসবে, ততো বেশি বৈধভাবে কর্মী হিসেবে নেওয়ার সুযোগ তৈরি হবে।

আলেসান্দ্রো প্রকাশ করেন যে এবছর প্রায় ১৮ হাজার বাংলাদেশি নাগরিক বিভিন্ন উপায়ে ইতালি গেছেন। তিনি বলেন, শরীয়তপুরসহ বিভিন্ন জেলা থেকে দালালদের দ্বারা প্রলুব্ধ হয়ে তারা ইতালি গেছেন। একেকজন প্রায় ১৫ হাজার ইউরোর সমপরিমাণ টাকা দালালদের দিয়েছেন।

রাষ্ট্রদূত এ টাকা বাংলাদেশেই বিনিয়োগ করে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করা ও বিপদ এড়ানোর জন্য তরুণদের প্রতি আহ্বান জানান।

Share This Article