অবৈধ ফ্যাক্টরিতে লোক ঠকিয়ে রমরমা বাণিজ্য !

বাংলাদেশ চিত্র ডেস্ক

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় অবৈধভাবে গড়ে উঠেছে সততা ব্যাটারি ওয়ার্কশপ নামের একটি ফ্যাক্টরি। সেই ফ্যাক্টরিতে দীর্ঘদিন ধরে বিভিন্ন নামিদামি কোম্পানির পণ্য নকল করে, তৈরি করে বাজারজাত করছে মিজানুর রহমান।

জানা যায়, উপজেলার নালী ইউনিয়নের নালী বাজারের পাশে সততা ব্যাটারি ওয়ার্কশপ নামের একটি ফ্যাক্টরি দীর্ঘদিন যাবত ভলভোসহ একাধিক নামিদামি কোম্পানির পণ্য নকল করে,তৈরি করে বাজারজাত করে আসছে‌। এতে সাধারণ ক্রেতারা প্রতারিত হচ্ছে। উক্ত ফ্যাক্টরিটি এমন ভাবে তৈরি করা হয়েছে, যা বাহিরের থেকে বোঝার কায়দা নেই, ভিতরে কি করা হচ্ছে।

সড়জমিনে গিয়ে দেখা যায়, নালী বাজারের পাশে হাফ ওয়াল টিনের ঘরে চারিপাশ আটকানো একটি ঝুপরি ধরনের ঘর যা দেখে বোঝার কায়দা নেই এটি সেই সততা ব্যাটারি ওয়ার্কশপ। ভিতরে গিয়ে চোখ চড়কগাছ হওয়ার মত দৃশ্য । মাত্র তিনজন লোক দিয়েই কোনো সেফটি টুলস ছাড়াই তৈরি করা হচ্ছে মানবদেহের মারাত্মক ক্ষতিকারক ব্যাটারির পানি ও পুরাতন ব্যাটারির প্লেট ঘষামাজা করে তৈরি করা হচ্ছে নতুন ব্যাটারি। বিভিন্ন নামিদামি কম্পানির লোগো গুলো লাগিয়ে দেওয়া হচ্ছে সেই ব্যাটারিগুলোতে‌। উক্ত ব্যাটারিগুলো মানিকগঞ্জ, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করা হচ্ছে।

স্থানীয় একাধিক ব্যক্তি বলেন, শুধু দেখি গাড়ি নিয়ে এসে ব্যাটারি নিয়ে যায়। ভিতরে কি করে তা জানি না। তবে সারারাত ভিতরে বিভিন্ন লোকজনকে এখানে দেখা যায়। শুনেছি এই ফ্যাক্টরির মালিক নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে অনেক বড় চাকরি করে। তাই কেউ কিছু বলার সাহস পায় না।

ব্যাটারি ফ্যাক্টরিতে থাকা একাধিক কর্মচারী বলেন,এখানে আমরা পুরাতন ব্যাটারি ভেঙে নতুন করে তৈরি করে পাওয়ার প্লাস এর মোড়কে বাজারজাত করি।

এ ব্যাপারে ফ্যাক্টরি মালিক মিজানুর রহমান বলেন, গরমের সিজনে আমরা কিছু আইপিএস ব্যাটারি বানাছি এবং পুরাতন ব্যটারি খোলা ভাবেই চলে যাচ্ছে। নতুন ব্যটারির আইপিএস নতুন প্যাকেটে যাচ্ছে।

মানিকগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী-পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ পেয়েছি, ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে ঘিওর উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম বলেন, আমি বিষয়টা জানি না, তবে বিষয়টি খোঁজ নিবো এবং কোন অনিয়ম থাকলে সেটির ব্যবস্থা নেওয়া হবে।

Share This Article