অভিনয়ে আসছেন নওয়াজুদ্দিনের কন্যা, অডিশনেই বাজিমাত

বাংলাদেশ চিত্র ডেস্ক

অনলাইন ডেস্কবলিউডে পা রাখার আগেই অভিনয়-দক্ষতা দিয়ে নেটিজেনদের মন কেড়েছেন নওয়াজুদ্দিন সিদ্দিকীর কন্যা শোরা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়ের একটি অডিশনের ভিডিও শেয়ার করেছেন নওয়াজ। আর তাতেই প্রশংসায় পঞ্চমুখ অনুসারীরা।

ওই ভিডিওতে দেখা যায়, ইংরেজিতে ডায়ালগ ডেলিভারি দিচ্ছেন শোরা। ভিডিওটির কমেন্ট সেকশনে এক অনুসারী লিখেছেন, ‘মন ভরে গেল।’ আরেকজন লিখেছেন, ‘কী অসাধারণ অভিনয় করলেন!’ অন্য একজন মন্তব্য করেছেন, ‘নিশ্চয়ই বলিউডে রাজ করবেন নওয়াজ-কন্যা।’ আরেকজন বলছেন, ‘বাবার মতোই প্রতিভাবান কন্যা। অবশ্যই গর্বিত হওয়ার মতো মুহূর্ত।’

গত বছর এক সাক্ষাৎকারে অভিনয়ের প্রতি শোরার প্যাশনের কথা উল্লেখ করেছিলেন নওয়াজুদ্দিন সিদ্দিকী। তিনি বলেন, ‘আমার মেয়ে এখন অভিনয়টা শিখছে। সে নিজে পারফর্মিং আর্ট ফ্যাকাল্টিতে গিয়ে শিক্ষকের সামনে দুই হাত জোড় করে বলেছে, সে অভিনয় শিখতে চায়।’

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে শোরা বলেছেন, ‘আমি যা করেছি বা শিখেছি, তা-ই আমার সন্তানের করতে হবে—এমন কিছুতে আমি বিশ্বাসী নই। শোরার ওপর আমি সেই চাপ তৈরি করতে চাই না। ও নিজের পৃথিবীকে কীভাবে দেখছে, সেটা গুরুত্বপূর্ণ। জীবন সম্পর্কে ওর নিজস্ব ব্যাখ্যা থাকা দরকার—আমার চাপিয়ে দেওয়া কিছু ধারণ করা নয়। আমার অভিজ্ঞতা, প্রশিক্ষণ এবং জীবন ভিন্ন ছিল। আমি যেভাবে পৃথিবীকে দেখতাম, তাতে আমার অভিজ্ঞতাও সেভাবে তৈরি হয়েছে। তাই আমি যদি শোরাকে বলি, আমার অভিজ্ঞতা থেকে শিখো, সেটা ভুল হবে। আমি তার ওপর সেই চাপ দিতে চাই না।’ শোরা বর্তমানে লন্ডনে অভিনয় শিখছেন।

এনডিটিভি মুভিজ



ভালো সংবাদের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ ফিডটি অনুসরণ করুন


Google News

Share This Article