
বাবা তুমি হারিয়ে গেলে
অন্ধকার ঐ শহরে…
কখনো তুমি রাখলে না
এতটুকু আদরে…
বাবা তুমি হারিয়ে গেলে?
বাবা আমার লক্ষী বাবা,
আদর মাখা দু-হাতখানা।
বাবা তুমি ফিরে এলে…
আদর দেব দুটি গালে।
জানি না তুমি আসবে কিনা।
ছোট্ট ঘরের দুয়ার দিয়া,
বাবা তুমি আসবে কিনা?
কখনো কি দেখতে পাব
তোমার সুন্দর মুখখানা?
বাবা তুমি আসবে কিনা…
করেছিলে অনেক আশা,
হয়ে গেল সব নিরাশা।
আশা ছিল আমায় নিয়ে,
ছোট্ট মনের মায়াজালে,
রাখবে তুমি রাজকন্যা করে।
বাবা তুমি হারিয়ে গেলে?