অলিম্পিকে ক্রিকেট ফিরছে, এমন খবর আগেই রটেছিল। তবে ঠিক কতোগুলো দল অংশ নেবে আর কিসের ভিত্তিতেই বা অংশ নেবে, তা জানা যায়নি। তবে এবার মিলেছে সেই খবর। যদিও তাতে সুখবর নেই বাংলাদেশের জন্য।
১২৮ বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট। এর আগে ১৯০০ সালের প্যারিস অলিম্পিকেই কেবল দেখা গিয়েছিল ব্যাটে-বলের লড়াই। তবে সেবার লাল বলের খেলায় অংশ নেয় মাত্র দু’টি দল। ব্রিটেন ও ফ্রান্স।
তবে গত ২০২৩ সালে মুম্বাইয়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কার্যনির্বাহী কমিটির বৈঠকে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটকে অন্তর্ভূক্ত করার অনুমোদন দেয়া হয়। এবার এলো বিস্তারিত তথ্য। গত বুধবার (৯ এপ্রিল) অফিসিয়াল প্রোগ্রামের এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘টোয়েন্টি সংস্করণে খেলা হবে অলিম্পিকে। যেখানে ছেলে ও মেয়ে উভয় বিভাগের ক্রিকেট ইভেন্টে ছয়টি করে দল সুযোগ পাবে।’
জানানো হয়েছে প্রতি দলে থাকবেন ১৫ জন করে ক্রিকেটার। উভয় বিভাগে সব মিলিয়ে ৯০ জন করে অ্যাথলেট অলিম্পিকে খেলবেন। তবে দলগুলো বাছাই করা হবে তা এখনো পরিষ্কার করা হয়নি। তবে সুত্র বলছে র্যাঙ্কিং অনুযায়ী হবে বাছাই।
স্বাগতিক হিসেবে যুক্তরাষ্ট্রের সরাসরিই এই ইভেন্টে অংশ নেয়ার কথা। সে হিসেবে স্লট ফাঁকা থাকে মাত্র পাঁচটি। ফলে র্যাঙ্কিং থেকে সুযোগ পেতে পারে পাঁচটি দল। তাই যদি হয় তবে কপাল পুড়তে পারর বাংলাদেশের।
এই মুহূর্তে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নয়ে আছে বাংলাদেশ। ফলে টাইগারদের অলিম্পিকে না দেখার সম্ভাবনাই বেশি। একই সাথে দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তানকেও নাও দেখা যেতে পারে এই ইভেন্টে।