
শফিক রিয়ান:-
স্মরণীয় স্মৃতি সংরক্ষণ বা তথ্য উপস্থাপনের জন্য ফটোগ্রাফি এক অন্যতম মাধ্যম। কখনও কখনও অব্যক্ত বিষয় প্রকাশ করতেও ছবি কথা বলে। এ সকল বিষয় বিবেচনা করে ও প্রত্যেক বছরের শিক্ষার্থীদের স্মৃতি ধরে রাখতে এবং তাদেরকে আলোকচিত্র বিষয়ে সঠিক জ্ঞান প্রদানের জন্য, আলোকচিত্রের মাধ্যমে দেশকে সারা বিশ্বের কাছে উপস্থাপনের লক্ষ্যে দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নৌবাহিনী কলেজ ঢাকায় ২০১৬ সালের ৩রা আগস্ট গঠন করে ‘বাংলাদেশ নৌবাহিনী কলেজ ঢাকা ফটোগ্রাফিক সোসাইটি’।
নৌবাহিনী কলেজ ঢাকায় সর্বমোট ১৪টি সহশিক্ষা কার্যক্রম পরিচালনাকারী সংগঠন হিসেবে বিদ্যমান। উক্ত সংগঠনগুলোর মধ্যে বাংলাদেশ নৌবাহিনী কলেজ ঢাকা ফটোগ্রাফিক সোসাইটি অন্যতম। অষ্টম বর্ষে পদার্পণকারী সংগঠনটি প্রতি বছরই নবাগত শিক্ষার্থীদের ফটোগ্রাফি ছাড়াও গ্রাফিক্স ডিজাইন ও কম্পিউটারগত বিভিন্ন বিষয়ে দক্ষতার সাথে প্রশিক্ষণ প্রদান করে থাকে। সংগঠনটির শিক্ষার্থীদের মধ্যে একতা ও শৃঙ্খলা বজায় রাখার মাধ্যমে প্রতিষ্ঠানের সকল মিডিয়াবিষয়ক কাজ দক্ষতার সাথে সম্পন্ন করা হয় বলেন জানান কলেজ কর্তৃপক্ষ।
বাংলাদেশ নৌবাহিনী কলেজ ঢাকা ফটোগ্রাফিক সোসাইটির পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন অত্র কলেজের অধ্যক্ষ, ক্যাপ্টেন এস এম সালাহউদ্দিন (ট্যাজ), এনজিপি, পিএসসি, বিএন। নিয়ন্ত্রক হিসেবে রয়েছেন কলেজের সহকারী অধ্যাপক মাহবুবুল আলম, সংগঠনটির প্রতিষ্ঠাতা আলোকচিত্রী সাজ্জাদুল ইসলাম বর্তমানে সমন্বয়কারী ও আলোকচিত্র বিষয়ক প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। গ্রাফিক্স ডিজাইনের প্রশিক্ষক হিসেবে রয়েছেন নাফিস ইকবাল খান।
সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে সফলভাবে জাতীয় পর্যায়ে তিনটি আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন করেছে। করোনাকালীন সময়ে অনলাইনে জাতীয় পর্যায়ে দুটি আলোকচিত্র প্রদর্শনী পরিচালনা করে। এছাড়াও বিভিন্ন দিবস উপলক্ষে আন্তঃকলেজ আলোকচিত্র প্রতিযোগিতার আয়োজন করে থাকে। শিক্ষার্থীদের একতা, সুন্দর ও সফল ভবিষ্যৎ কামনা করে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী কলেজ ঢাকা ফটোগ্রাফি সোসাইটি।