আইনজীবী হত্যায় জড়িতদের রাতেই গ্রেপ্তারের দাবি শাহজাহান চৌধুরীর

বাংলাদেশ চিত্র ডেস্ক

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা ও আদালত ভবনের কাছে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় আজ রাতের মধ্যেই জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী।

মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, “আমরা শান্তিপ্রিয় জাতি, প্রতিহিংসায় বিশ্বাস করি না। তবে এই হত্যাকাণ্ডে জড়িত ইসকন সন্ত্রাসীদের এবং তাদের সহযোগীদের দ্রুত গ্রেপ্তার করা প্রয়োজন।”

তিনি অভিযোগ করেন, আইনশৃঙ্খলা বাহিনীর ত্রুটির কারণে আদালত চত্বরে এ ধরনের সহিংসতা ঘটেছে। একই সঙ্গে সরকারের বিভিন্ন গোষ্ঠীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।

এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান তিনি।

Share This Article