আইপিএল থেকে সবার আগে বাদ পড়ল মুম্বাই ইন্ডিয়ান্স

বাংলাদেশ চিত্র ডেস্ক

১০ ওভারের মধ্যেই লখনৌর ১৬৫ রানের জবাব দেয়া হায়দরাবাদ ১৪ পয়েন্ট নিয়ে এখন আছে টেবিলের তিন নম্বরে। ১৬ পয়েন্ট করে নিয়ে প্রথম ও দ্বিতীয় স্থানে আছে যথাক্রমে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস।

১২ পয়েন্ট করে আছে চারে থাকা চেন্নাই সুপার কিংস, পাঁচে থাকা দিল্লি ক্যাপিটালস ও ছয়ে থাকা লখনৌর। ২ ম্যাচ হাতে রেখে ৮ পয়েন্টধারী মুম্বাইয়ের পক্ষে এই তিন দলকে ধরা সম্ভব। এদের মধ্যে লখনৌ ও দিল্লির মুখোমুখি একটি লড়াই রয়েছে। অর্থাৎ এখানে যে কোনো একদল অন্তত ১ পয়েন্ট পাবেই।

১৩ পয়েন্টধারী কোনো দলকে ধরা সম্ভব হবে না মুম্বাইয়ের। অর্থাৎ মুম্বাই বাকি ২টি ম্যাচে জিতলে তাদের পয়েন্ট হবে ১২। তখন শেষ চার দলের একটি হিসেবে প্লেঅফে নাম লেখাতে পারবে না তারা।

Share This Article