আইরিশদের ধবলধোলাই করতে সহজ লক্ষ্য পেল বাংলাদেশ

বাংলাদেশ চিত্র ডেস্ক

আইরিশদের ধবলধোলাই করতে সহজ লক্ষ্য পেল বাংলাদেশ

প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ আগেই নিশ্চিত করে রেখেছে বাংলাদেশ। আজ সোমবার তৃতীয় ওয়ানডেতে আইরিশি নারীদের মুখোমুখি হয়েছে ধবলধোলাই করার লক্ষ্যে। সেই লক্ষ্য পূরণে অনেকটাই এগিয়ে গেছে টাইগ্রেসরা। মিরপুরে টসে জিতে আগে ব্যাট করে শেষ বলে অলআউট হাওয়া আয়ারল্যান্ড নারী দলকে আটকে দিয়েছে মাত্র ১৮৫ রানে। ব্যাট করতে নামা আইরিশদের শুরুতেই ধাক্কা দেন সুলতানা। ৫ রান করা সারাহ ফরবেসকে ফেরান তিনি। তবে ওয়ানডাউনে নামা অ্যামি হান্টারকে নিয়ে ঘুরে দাঁড়ান অধিনায়ক গ্যাবি লুইস। তবে রানে গতি ছিল না মোটেও।
বাংলাদেশী বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে রান তুলতে হাঁসফাঁস করেছে আইরিশরা। ২০তম ওভারে এসে হান্টারকে ফেরান রাবেয়া। আইরিশদের রান তখন মোটে ৫৭। আর ৪০ বলে ২৩ রান করেন হান্টার। তবে তখনো হাল ছাড়েননি লুইস। ওরলা প্রেন্ডারগাস্টের সাথে ৪০ জুটি গড়ে তুলেন তিনি। জুটি শক্ত করার পথে অর্ধশতক তুলে নেন আইরিশ অধিনায়ক। তবে এরপর আর বেশিক্ষণ টিকতে পারেননি, ফাহিমার শিকার হয়ে ফেরার আগে করেন ৭৯ বলে ৫২ রান করেন।
লুইসের বিদায়ের পর আর ঘুরে দাঁড়াতে পারেনি আইরিশরা। দ্রুত উইকেট হারাতে থাকে তারা। লেয়াহ পল ৯, প্রেন্ডারগাস্ট ২৭ ও উনা রেমন্ড-হোয়ি ৬ রান করে বিদায় নেন। মাঝে ৬৪ বলে ৩৩ রান যোগ করেন কেলি ও আলানা। ২৮ বলে ১৮ রান করেন কেলি, ৪৪ বলে ১৯ রান করেন আলানা। শেষ দিকে মুরারি ৯ বলে করেন ১৩ রান। বাংলাদেশের হয়ে ফাহিমা ৩, সুলতানা এবং নাহিদা ২টি করে উইকেট শিকার করেন। একটা করে উইকেট নেন রাবেয়া ও স্বর্ণা।

Share This Article