
আইসিসির মাসসেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে মিরাজ
স্পোর্টস ডেস্ক:
-
আপডেট সময়
মঙ্গলবার, ৬ মে, ২০২৫

আইসিসির এপ্রিল মাসের সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে আছেন বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ। এই মনোনয়নে তার দুই প্রতিদ্বন্দ্বী জিম্বাবুয়ের ব্লেসিং মুজারবানি এবং নিউজিল্যান্ডের বেন সিয়ার্স।
এপ্রিল মাসে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে দুর্দান্ত পারফর্ম করেছেন মিরাজ। হয়েছেন দ্বিতীয় টেস্টের সেরা খেলোয়াড়, সিরিজসেরা খেলোয়াড়ের পুরস্কারও উঠেছে তার হাতে।
সিলেটে প্রথম টেস্টে দল হারলেও দুই ইনিংসে ১০ উইকেট (৫/৫২ এবং ৫/৫০) শিকার করেন মিরাজ। চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের জয়ে তো মূল অবদান তারই। ব্যাট হাতে দুর্দান্ত এক সেঞ্চুরির পর বল হাতে ৩২ রানে ৫ উইকেট নিয়ে জিম্বাবুয়ে ধসিয়ে দেন মিরাজ।
বাংলাদেশের বিপক্ষে ওই সিরিজেই আলো ছড়ান জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারবানি। প্রথম টেস্টে লো স্কোরিং প্রথম টেস্টে ১৭ রান এবং বল হাতে ৯ উইকেট (৩/৫০ ও ৬/৭২) শিকার করে দলের জয়ে বড় অবদান রাখেন তিনি। দ্বিতীয় টেস্টেও একটি উইকেট পান মুজারবানি।
এদিকে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত ফর্মে ছিলেন কিউই পেসার বেন সিয়ার্স। সিরিজে দুই ওয়ানডে খেলে টানা দুই ম্যাচেই পাঁচ উইকেট শিকার করেন ২৭ বছর বয়সী এই পেসার।
শেয়ার করুন
এ জাতীয় আরো খবর