আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করতে ডাকা গণজমায়েত থেকে আওয়ামী লীগের বিচারের দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।
রোববার (১০ নভেম্বর) রাজধানীর জিরো পয়েন্টে এই গণজমায়েত কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে আওয়ামী লীগের বর্বরতা এবং বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মীদের হত্যার কথা স্মরণ করিয়ে দেন হাসনাত। তার মতে দেশের মাটিতে আবারও রাজনীতি করার আগে গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার হতে হবে।
তিনি বলেন, ‘গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতির অধিকার নাই’।
এ সময় বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে পুনর্বাসনের কোনো সুযোগ দেয়া হবে না বলেও জানান তিনি। হাসনাত বলেন, ‘যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করবে আমরা তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেব’।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এ সময় বিশ্বের নানা জায়গায় বাংলাদেশের দূতাবাসে যারা ফ্যাসিবাদের হয়ে কাজ করেছে তাদেরও বদল চান।
একই কর্মসূচিতে অংশ নিয়ে গত তিন মাসের অবস্থাকে নিয়ে সমালোচনাকারীদের ১৬ বছরের আওয়ামী দুঃশাসনের কথা স্মরণ করিয়ে দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।
তিনি বলেন, ‘আমরা গত ১৬ বছর ভুলে গিয়ে ৩ মাসের পেছনে লেগেছি’। এ সময় আন্দোলনের শহীদ এবং আহতদের আত্মত্যাগের কথা গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানান তিনি।
এরআগে, শনিবার রাত থেকেই দল-মত নির্বিশেষে ছাত্র-জনতা এবং বিভিন্ন পেশার মানুষ আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করতে জিরো পয়েন্টে অবস্থান নেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনও আওয়ামী লীগকে প্রতিহত করার ঘোষণা দিয়ে গণজমায়েত কর্মসূচি দেন।
আপনার মতামত লিখুন :