আগ্রাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয় বসতঘর পুড়ে ছাই

বাংলাদেশ চিত্র ডেস্ক

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ বেপারী পাড়া এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি কাচা-পাকা বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আগুনের সূত্রপাত বিদ্যুতের শর্ট সার্কিট থেকে হয়েছে বলে জানিয়েছেন আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ডলার ত্রিপুরা। তিনি বলেন, “আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করে এবং রাত সাড়ে ১১টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।”

অগ্নিকাণ্ডে প্রায় ৪ লাখ টাকার সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ফায়ার সার্ভিস ২০ লাখ টাকার সম্পত্তি উদ্ধার করতে সক্ষম হয়েছে। এই ঘটনায় কোনো প্রাণহানি বা আহত হওয়ার ঘটনা ঘটেনি।

Share This Article