যান্ত্রিক সমস্যার কারণে আজও বন্ধ ছিল মেট্রোরেল। আজ রবিবার (২ নভেম্বর) দুপুর ১২.৪৬ মিনিটে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ৯ মিনিট বন্ধ থাকার পর ১২.৫৫ মিনিটে পুনরায় চালু হয় বলে জানায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
এর আগে, উত্তরা সেন্টার স্টেশনে পৌঁছানোর পর চালক ঘোষণা দিয়েছেন যে যান্ত্রিক ত্রুটির কারণে ট্রেনটি আনুমানিক ৩০ মিনিট দেরিতে গন্তব্যে পৌঁছাবে। কিন্তু তার ৯ মিনিট বন্ধ থাকার পর মেট্রোরেল আবার চালু হয়।
