আজ আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে  

বাংলাদেশ চিত্র ডেস্ক

 সারা দেশে আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। 

বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া বুলেটিনে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। 

গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের সীতাকুন্ডে ৩২ দশমিক ২ ডিগ্রি। একই সময় সর্বনিম্ন তাপমাত্রা ছিল  রংপুর বিভাগের তেঁতুলিয়ায়  ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া আজ বৃহস্পতিবার ঢাকায় সূর্যাস্ত যাবে ৫টা ১২ মিনিটে। 

তবে আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা যে এই সময়ে আবহাওয়ার তেমন উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

Share This Article