আজ একজন প্রিয় শিক্ষকের শুভ জন্মদিন

ফয়েজ আহমেদ মাহিন, চাঁদপুর জেলা প্রতিনিধি ::

ফয়েজ আহমেদ মাহিন, চাঁদপুর জেলা প্রতিনিধি ::

চাঁদপুর জেলার মতলব (উঃ) উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের মধ্যে টরকী গ্রামে আজকের এই দিনে ১৯৭৭ সালে জন্মগ্রহণ করেন মোহাম্মদ মনিরুজ্জামান (মনির)। তাহার শিক্ষা জীবন সময় টুকু কাটে প্রাথমিক- টরকী সরকারি প্রাঃ বিদ্যালয়, মাধ্যমিক- নন্দলালপুর ছামাদিয়া উচ্চ বিদ্যালয় থেকে প্রথম বিভাগে উত্তির্ন হয়ে, কলেজ জীবনে – মতলব সরকারি কলেজ থেকে প্রথম বিভাগের সাটিফিকেট অর্জন করেন।
তারপর উচ্চ শিক্ষার জন্য কুমিল্লা সরকারি কলেজ থেকে ২য় বিভাগ উত্তির্ন হয়ে বি এস এস সম্পূর্ণ করার পর সম্মানের সাথে মাস্টার্স ডিগ্রি প্রোগ্রাম সম্পূর্ণ করেন।
তিনি ২০০৩ সালে প্রথম ব্রাহ্মণ চক সরকারি প্রাঃ বিদ্যালয় শিক্ষকতা পেশায় যোগদান করে শিক্ষকতা কালীন সময়ে সি ইন এড ও বি এড প্রশিক্ষণ গ্রহণ করেন।
তারপর ২০০৬ সাল থেকে ১২৪ নং নন্দলালপুর সরকারি প্রাঃ বিদ্যালয়ে সন্মানের সাথে সহকারী শিক্ষক পদে শিক্ষকতায় পেশায় শিক্ষা পাঠ দান করে যাচ্ছেন।
মোহাম্মদ মনিরুজ্জামান (মনির) স্যারের শুভ জন্মদিনে ঢাকা থেকে প্রকাশিত নিউজ পেপার পরিবারের পক্ষ থেকে শুভেচছা ও অভিনন্দন জানাচ্ছি এবং সর্বপরি শিক্ষা গুরুজনের সুস্বাস্থ্যের কামনা করছি।

Share This Article