আত্মকর্মসংস্থান তৈরি করতে সেলাই মেশিন বিতরণ

বাংলাদেশ চিত্র ডেস্ক

টাঙ্গাইলের মির্জাপুরে আর্থিক অস্বচ্ছল পরিবারে কর্মসংস্থান তৈরির জন্য এগিয়ে এসেছে আল ইমাম ইসলামিক সেন্টার। এ প্রতিষ্ঠানের লক্ষ্য গরীব-অসহায় ও দুস্থ্যদের স্বাবলম্বী করে গড়ে তোলার মধ্য দিয়ে মানুষের সহযোগিতা করা।

এরই ধারাবাহিকতায় পৌর এলাকার বাওয়ারকুমারজানি (পশ্চিমপাড়া) গ্রামে আল ইমাম মসজিদে শুক্রবার (১৯এপ্রিল) বাদ জুমা এক আয়োজনের মধ্য দিয়ে উক্ত সেন্টারের আত্মকর্মসংস্থান প্রকল্প-২০২৪ এর আওতায় নারীদের মাঝে ৮টি সেলাই মেশিন বিতরণ করা হয়।

এ কার্যক্রমের উদ্বোধন করেন, মির্জাপুর কেন্দ্রীয় শাহী জামে মসজিদের খতিব ড. মুফতি সালাহ্ উদ্দীন আশরাফী। এসময় তিনি এ প্রতিষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন এবং দ্বীনি কাজে সমাজের ধনাঢ্য ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান।

এসময় অন্যান্যের মধ্যে টাঙ্গাইল আদর্শ শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ আব্দুল্লাহ তালুকদার, মির্জাপুর উপজেলা ওলামা লীগের সভাপতি ইকরাম ফারুক, প্রেসক্লাব মির্জাপুরের সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ, ব্যবসায়ী আ. জলিল মিয়া, ওয়াজ উদ্দিন প্রমুখ।

এ ধরণের কার্যক্রম পর্যায়ক্রমে চলমান থাকবে বলে প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Share This Article