গত ১৪ ই মে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা পরিষদের পুকুর থেকে বাগদীপাড়া অধিবাসী জীবন নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়। আজ (১০ই জুন সোমবার) সকালে উক্ত মৃত্যু ব্যক্তি (জীবনের) পরিবারের হাতে সরকারি অনুদান ২৫০০০ টাকা তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম।
উল্লেখ্য, গত ১৪ মে মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা পরিষদ চত্বরের পুকুর ডুবে এক আদিবাসীর মৃত্যু হয়। নিহত জীবন রায় (৩৫) পৌর এলাকার আদিবাসী বাগদিপাড়ার দুলাল রায়ের ছেলে। পেশায় সে সুইপারের কাজ করতো।
এলাকাবাসী জানায়, এদিন দুপুরে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে শিশু কিশোরেরা গোসল করতে নামলে জীবনের শরীর তাদের পায়ে বাঁধে। এ সময় তাদের আর্তচিৎকার চেঁচামেচিতে এলাকার মানুষজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
জীবনের পরিবার এই অনুদান নিতে এসে বলেন, একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে আমরা দিশেহারা হয়ে পরেছি, সরকারি এই অনুদান আমাদের অনেক বড় উপকারে আসবে, তিনি সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।