
বাংলাদেশে চলমান কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীরা যেন আর হতাহত না হন, সে বিষয়ে দৃষ্টি রাখতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান প্রধান ভলকার তুর্ক। আজ বুধবার (১৭ জুলাই) এক এক্স (সাবেক টুইটার) পোস্টে তিনি এ আহ্বান জানান।
এক্স পোস্টে ভলকার তুর্ক লেখেন, ‘সব ধরনের সহিংসতা ও বল প্রয়োগ, বিশেষ করে প্রাণহানির ঘটনায় অবশ্যই তদন্ত করতে হবে। অপরাধীদের জবাবদিহিতার আওতায় আনতে হবে। মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশ মৌলিক মানবাধিকার।’