ছয় দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের চলমান আন্দোলনে নিষিদ্ধ ছাত্রলীগের সমর্থন দেওয়াকে ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ করেছেন আন্দোলনকারীরা। তারা বলছেন, কারিগরি ছাত্র আন্দোলনের সঙ্গে এ ধরনের জঘন্য, নিকৃষ্ট ও স্বার্থান্বেষী রাজনৈতিক সন্ত্রাসীদের কোনো সম্পর্ক নেই।
গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
বিবৃতিতে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের নেতারা উল্লেখ করেন, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমানে নিষিদ্ধ ঘোষিত ও কুখ্যাত ছাত্রলীগের কিছু সন্ত্রাসী কর্মী ‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’-এর প্রতি সমর্থনের নামে পোস্ট, বিবৃতি ও প্রচারণা চালাচ্ছে। আমরা অত্যন্ত স্পষ্টভাষায় জানিয়ে দিতে চাই, কারিগরি ছাত্র আন্দোলনের সঙ্গে এই সমস্ত জঘন্য, নিকৃষ্ট, স্বার্থান্বেষী ও রাজনৈতিক সন্ত্রাসীদের কোনো সম্পর্ক নেই এবং আমরা তাদের তথাকথিত সমর্থন ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।