আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশ এড়ালো দক্ষিণ আফ্রিকা

বাংলাদেশ চিত্র ডেস্ক

আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশ এড়ালো দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক:


  • আপডেট সময়
    সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪


বোলারদের নৈপুন্যে আফগানিস্তানের কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ এড়ালো দক্ষিণ আফ্রিকা।
রোববার রাতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে হারিয়েছে আফগানিস্তানকে। প্রথম দুই ওয়ানডে জয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-১ ব্যবধানে ঐতিহাসিক সিরিজ জিতলো আফগানরা। এই সিরিজের আগে তিন ফরম্যাটে পাঁচ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়হীন ছিলো আফগানিস্তান। শারজাহতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৭৯ রানের মধ্যে ৪ উইকেট হারায় আফগানিস্তান। এক প্রান্ত আগলে দক্ষিণ আফ্রিকার বোলারদের সামনে একাই লড়াই করেছেন ওপেনার রহমানুল্লাহ গুরবাজ। তাকে সঙ্গ দিতে পারেননি কেউই।
২৮তম ওভারে দলীয় ১৩২ রানে সপ্তম ব্যাটার হিসেবে সাজঘরে ফিরেন গুরবাজ। ৭টি চার ও ৪টি ছক্কায় ৯৪ বলে ৮৯ রান করেন তিনি। শেষ দিকে আল্লাহ মোহাম্মদ গাজানফারের ২টি চার ও ৩টি ছক্কায় ১৫ বলে ঝড়ো ৩১ রানের সুবাদে সম্মানজনক সংগ্রহ পায় আফগানিস্তান। ৩৪ ওভারে ১৬৯ রানে অলআউট হয় আফগানরা। লুঙ্গি এনগিডি, নাবাইয়োমজি পিটার ও আন্দিলে ফেলুকুওয়া ২টি করে উইকেট নেন। ১৭০ রানের জবাবে বড় ইনিংস খেলতে পারেনি দক্ষিণ আফ্রিকার টপ-অর্ডার ব্যাটাররা। ৮০ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছিলো তারা। তবে চতুর্থ উইকেটে আইডেন মার্করাম ও ট্রিস্টান স্টাবসের ৮৯ বলে অবিচ্ছিন্ন ৯০ রানের ওপর ভর করে ১০২ বল বাকি রেখে স্বস্তির জয় পায় দক্ষিণ আফ্রিকা। ৪টি চার ও ৩টি ছক্কায় ৬৭ বলে অপরাজিত ৬৯ রান করেন মার্করাম। ২৬ রানের অনবদ্য ইনিংস খেলেন স্টাবস। ৮৯ রানের সর্বোচ্চ ইনিংস খেলার কারণে সেরা খেলোয়াড় মনোনীত হয়েছেন গুরবাজ। ১টি করে সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরিতে ১৯৪ রান করে সিরিজ সেরাও হয়েছেন গুরবাজ। সূত্র : বাসস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Share This Article