আবারও গ্রিনল্যান্ড দখলে নেওয়ার কথা বললেন ট্রাম্প

বাংলাদেশ চিত্র ডেস্ক

আবারও গ্রিনল্যান্ড দখলে নেওয়ার কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘বিশ্বশান্তির জন্য’ যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দখল করা প্রয়োজন।”

এ বক্তব্যের মধ্য দিয়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ও খনিজ সম্পদে সমৃদ্ধ ডেনমার্কের আধা স্বায়ত্তশাসিত এ ভূখণ্ডকে তার দেশের নিয়ন্ত্রণে নেওয়ার উচ্চাকাঙ্ক্ষাই আরও বাড়িয়ে তুললেন ট্রাম্প।

হোয়াইট হাউসে সাংবাদিকদের মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমরা যুক্তরাষ্ট্রের শান্তির বিষয়ে কথা বলছি না। আমরা বিশ্বশান্তির কথা বলছি। আমরা আন্তর্জাতিক নিরাপত্তার কথা বলছি।”

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স, তার স্ত্রী উষা ও অন্যান্য ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা শুক্রবার এক দিনের সফরে গ্রিনল্যান্ডের একটি মার্কিন সামরিক ঘাঁটি পরিদর্শন করেছেন।

গ্রিনল্যান্ডে পৌঁছানোর পরপরই সস্ত্রীক ভ্যান্স ওই ঘাঁটিতে অবস্থানরত মার্কিন সেনাদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন এবং তাদের সঙ্গে কথা বলেন। এ সময় ভ্যান্স বলেন, তিনি ‘আর্কটিকের নিরাপত্তায় সত্যি আগ্রহী’এবং যদি যুক্তরাষ্ট্র এ অঞ্চলের নেতৃত্ব না নেয়, তবে চীন ও রাশিয়ার মতো শক্তিগুলো সেই নেতৃত্ব গ্রহণ করবে।

ভ্যান্স আরও বলেন, “গ্রিনল্যান্ডের জনগণকে নিয়ে আমরা সমালোচনা করছি না। আমার মনে হয়, তারা অসাধারণ মানুষ এবং এখানে তাদের অপার সম্ভাবনা রয়েছে। আমাদের সমালোচনা আসলে ডেনমার্কের নেতৃত্বের বিরুদ্ধে, যারা গ্রিনল্যান্ডে কম বিনিয়োগ করেছে ও সেখানকার নিরাপত্তায় কম নজর দিয়েছে। এটির অবশ্যই পরিবর্তন করতে হবে। আর যুক্তরাষ্ট্রের নীতি হলো, এটি পরিবর্তন করা।”

এ সময় সেনা কর্মকর্তাদেরও তাকে ব্রিফ করার কথা ছিল।

ওই সফরে মার্কিন প্রতিনিধিদলে আরও ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ ও জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট।

Share This Article