আবারও ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টা! – Latest BD News

বাংলাদেশ চিত্র ডেস্ক

আবারও ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টা করা হয়েছে বলে ধারণা করছে মার্কিন গোয়েন্দা সংস্থা- এফবিআই।

রোববার (১৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেলে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচের নিজ গলফ ক্লাবে খেলছিলেন ট্রাম্প। খেলার মাঠে তার নিরাপত্তার দায়িত্বে ছিলেন সিক্রেট সার্ভিস বাহিনীর সদস্যরা। গলভ ক্লাব থেকে মাত্র ৪০০ মিটার দূরের ঝোপ থেকে, ট্রাম্পের দিকে তাক করা একটি বন্দুক দেখতে পান তারা। সঙ্গে সঙ্গে বন্দুকধারীকে লক্ষ্য করে ৪ রাউন্ড গুলি ছোঁড়েন সিক্রেট সার্ভিস বাহিনী।

এতে বন্দুক রেখে পালিয়ে যায় সেই ব্যক্তি। ঘটনাস্থল থেকে একটি একে-ফরটি-সেভেন স্টাইল রাইফেল, দুটো ব্যাকপ্যাক ও একটি গো-প্রো ক্যামেরা উদ্ধার করা হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ ঘটনার পর দ্রুত ট্রাম্পকে গলভ ক্লাব থেকে সরিয়ে নেয় তার নিরাপত্তাকর্মীরা। ট্রাম্পের ওপর বন্দুক হামলার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আবারও ট্রাম্পকে হত্যাচেষ্টা করা হয়েছে কিনা এ বিষয়ে তদন্ত করছে এফবিআই।

Share This Article