আবার ছাত্রলীগের অস্ত্র নিয়ে হামলা, গুলি, ককটেল বিস্ফোরণ

বাংলাদেশ চিত্র ডেস্ক

এবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সামনে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা করেছে ছাত্রলীগ। আজ সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিকেলের সামনে থাকা শিক্ষার্থীদের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করে ছাত্রলীগ। পর পাল্টা ইটপাটকেল নিক্ষেপ শুরু করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। 

বেলা সাড়ে ৩টার পর থেকে ঢামেকে আহত শিক্ষার্থীদের ভিড় বাড়তে থাকে। ছাত্রলীগের নেতা-কর্মীরা বিকেল ৫টার দিকে ঢাকা মেডিকেলের ভেতরে শোডাউন ও ইটপাটকেল ছোড়ে। পরে ঢামেকের বাইরের রাস্তায় আহতের সঙ্গে আসা একদল শিক্ষার্থীর ওপর হামলা করে ছাত্রলীগ। এরপর ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সামনের রাস্তায় ছাত্রলীগ নেতা-কর্মীদের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনকারীদের সংঘর্ষ চলছে। 

Share This Article