আয়ারল্যান্ডের চতুর্থ উইকেটের পতন

বাংলাদেশ চিত্র ডেস্ক

আয়ারল্যান্ডের চতুর্থ উইকেটের পতন

স্পোর্টস ডেস্ক:


  • আপডেট সময়
    রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫


চতুর্থ দিন শেষে আয়ারল্যান্ড ১৭৬/৬
:: সংক্ষিপ্ত স্কোর ।। চতুর্থ দিন শেষে ::
বাংলাদেশ ১ম ইনিংস: ৪৭৬/১০ (১৪১.১ ওভারে)
আয়ারল্যান্ড ১ম ইনিংস: ২৬৫/১০ (৮৮.৩ ওভারে)
বাংলাদেশ ২য় ইনিংস: ২৯৭/৪ (৬৯ ওভারে) ডিক্লে.
আয়ারল্যান্ড ২য় ইনিংস: ১৭৬/৬ (৫৪ ওভারে)
পিছিয়ে: ৩৩৩ রানে।
চতুর্থ দিন শেষে আয়ারল্যান্ড ১৭৬/৬
৬ উইকেট হারিয়ে ১৭৬ রান তুলে চতুর্থ দিন শেষ করল আয়ারল্যান্ড। ক্যাম্ফার ৩৪ ও ম্যাকব্রাইন ১১ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। তারা দুজন আগামীকাল রোববার (২৩ নভেম্বর) পঞ্চম তথা শেষ দিনে আবার ব্যাট করতে নামবেন। জিততে শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ৪ উইকেট। আর আয়ারল্যান্ডের প্রয়োজন এখনো ৩৩৩ রান।
তাইজুলের তৃতীয় শিকার দোহেনি
১৬৩ রানের মাথায় ষষ্ঠ উইকেট হারাল আয়ারল্যান্ড। তাইজুল ইসলামের তৃতীয় শিকার হয়ে সাজঘরে ফিরেছেন দোহেনি। ৫২ বল খেলে ১ ছক্কায় ১৫ রান করে তাইজুলের বলে এলবিডব্লিউ হন তিনি। ক্যাম্ফারের সঙ্গে যোগ দিয়েছেন ম্যাকব্রাইন।
ক্যাম্ফার-দোহেনির ব্যাটে দেড়শ পেরিয়ে আয়ারল্যান্ড
১২৭ রানের মাথায় পঞ্চম ব্যাটসম্যান হিসেবে আউট হন লরকান টাকার। এরপর ক্যাম্ফার ও দোহেনি হাল ধরেন ইনিংসের। ষষ্ঠ উইকেটে তারা দুজন দলীয় সংগ্রহে ৩৫ রান যোগ করেছেন। তাতে ৪৯ ওভার শেষে আইরিশদের রান বেড়ে হয়েছে ১৬২। পিছিয়ে আছে এখনো ৩৪৭ রানে। ক্যাম্ফার ৩৬ ও দোহেনি ১৫ রানে ব্যাট করছেন।
১২৭ রানেই ৫ উইকেট নেই আয়ারল্যান্ডের
৫০৯ রানের বিশাল সংগ্রহ তাড়া করতে নেমে ১২৭ রানেই ৫ উইকেট নেই আয়ারল্যান্ড। এই রানের মাথায় খালেদের বলে আউট হয়েছেন লরকান টাকার। ১৬ বল খেলে ৭ রানের বেশি করতে পারেননি তিনি।
আয়ারল্যান্ডের চতুর্থ উইকেটের পতন
দলীয় ১১৮ রানের মাথায় চতুর্থ উইকেট হারাল আয়ারল্যান্ড। হাসান মুরাদের বলে মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ফিফটি করা টেক্টর। ক্যাম্ফারের সঙ্গে নতুন ব্যাটার হিসেবে যোগ দিয়েছেন লরকান টাকার।
টেক্টরের ফিফটিতে শতরান পেরিয়ে আয়ারল্যান্ড
চা বিরতির পর হ্যারি টেক্টর ফিফটি তুলে নেন। ৭৮ বল খেলে ৭টি চারে ৫০ রান করেন তিনি। তার ফিফটি ও ক্যাম্ফারের ১৫ রানে ভর করে শতরান পেরিয়ে গেছে আইরিশরা। ৩৩ ওভার শেষে তাদের সংগ্রহ ৩ উইকেটে ১১৮ রান। পিছিয়ে আছে ৩৯১ রানে।
৩ উইকেটে ৮৮ রান তুলে চা বিরতিতে আয়ারল্যান্ড
বাংলাদেশের ছুড়ে দেওয়া ৫০৯ রানের টার্গেট তাড়া করতে নেমে ২৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ৮৮ রান তুলে চা বিরতিতে গিয়েছে আয়ারল্যান্ড। টেক্টর ২৫ ও ক্যাম্ফার ১০ রানে অপরাজিত আছেন। বাংলাদেশের চেয়ে এখনো তারা পিছিয়ে আছে ৪২১ রানে।
প্রতিরোধের পর ফিরলেন কারমাইকেল
২৬ রানেই ২ উইকেট হারানো আয়ারল্যান্ডের হয়ে প্রতিরোধ গড়েন টেক্টর ও কারমাইকেল। তৃতীয় উইকেট জুটিতে তারা দুজন দলীয় সংগ্রহে ৫১ রান যোগ করেন। তাতে ১৯ ওভারে তাদের দলীয় সংগ্রহ বেড়ে হয় ২ উইকেটে ৭৭। কিন্তু এরপরই হাসান মুরাদের বলে আউট হয়ে ফেরেন কারমাইকেল। ২৫ বলে ১৯ রান করেন তিনি।
বাংলাদেশের চেয়ে আয়ারল্যান্ড পিছিয়ে আছে ৪৩২ রানে। টেক্টর ২৪ রানে ব্যাট করছেন। তার সঙ্গে যোগ দিয়েছেন ক্যাম্ফার।
তাইজুলের দ্বিতীয় শিকার স্টার্লিং
২৬ রানের মাথায় আরও একটি উইকেট হারাল আয়ারল্যান্ড। এবারও উইকেট শিকারি তাইজুল। তার বলে শর্ট লেগে জয়ের হাতে ক্যাচ দিয়ে আউট হন উদ্বোধনী ব্যাটার পল স্টার্লিং। ২৭ বলে ১ চারে ৯ রান করেন তিনি। কারমাইকেলের সঙ্গে নতুন ব্যাটার হিসেবে যোগ দিয়েছেন হ্যারি টেক্টর।
আয়ারল্যান্ডের প্রথম উইকেটের পতন
৫০৯ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে ২৩ রানেই প্রথম উইকেট হারিয়েছে আয়ারল্যান্ড। তাইজুল ইসরামের বলে আউট হয়ে ফিরে গেছেন অ্যান্ডি বালবির্নি। ২ চারে ১৩ রান করেন তিনি। নতুন ব্যাটার হিসেবে পল স্টার্লিংয়ের সাথে যোগ দিয়েছেন কারমাইকেল।
মুশফিকের ফিফটির পর মুমিনুলের বিদায়, বাংলাদেশের ইনিংস ঘোষণা
মধ্যাহ্ন বিরতির পর মুশফিকুর রহিম তুলে নেন তার টেস্ট ক্যারিয়ারের ৪১তম ফিফটি। শততম টেস্টের প্রথম ইনিংসে করেছিলেন সেঞ্চুরি। দলীয় ২৯৭ রানের মাথায় মুমিনুল ১১৮ বলে ১০ চারে ৮৭ রানে আউট হলে বাংলাদেশ ইনিংস ঘোষণা করে। মুশফিক অপরাজিত থাকেন ৫৩ রানে। বাংলাদেশের লিড হয়েছে ৫০৮ রানের। জিততে আয়ারল্যান্ডকে করতে হবে ৫০৯ রান।
৪৯১ রানের লিড নিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ
দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশন শেষ করেছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ২৮০ রান তুলে মধ্যাহ্ন বিরতিতে গিয়েছে বাংলাদেশ। তাতে লিড বেড়ে হয়েছে ৪৯১ রান। মুমিনুল ৭৯ ও মুশফিকুর ৪৪ রানে ব্যাট করছেন।
তার আগে চতুর্থ দিন সকালে সাদমান ৭৮ ও শান্ত ১ রান করে আউট হন।
মুমিনুলের ফিফটি, লিড বাড়ছে বাংলাদেশের
টেস্ট ক্যারিয়ারের ২৫তম ও আয়ারল্যান্ড সিরিজে নিজের তৃতীয় ফিফটি তুলে নিয়েছেন মুমিনুল হক। ৫৮ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২৩১। লিড বেড়ে হয়েছে ৪৪২। মুমিনুল ৫৫ ও মুশফিক ২৮ রানে ব্যাট করছেন।
২০০ পেরিয়ে বাংলাদেশ, লিড পেরুল ৪০০
দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ২০০ রান পেরিয়ে গেছে বাংলাদেশ। বাংলাদেশের দলীয় সংগ্রহ ২০৫ হওয়ায় লিড বেড়ে হয়েছে ৪১৬ রান। মুমিনুল ৪০ ও মুশফিক ১৭ রানে ব্যাট করছেন।
সাদমানের পর ফিরলেন শান্তও
চতুর্থ দিনের শুরুতে মাত্র চার বলের ব্যবধানে দুই উইকেট হারাল বাংলাদেশ। দিনের চতুর্থ দিনের চতুর্থ ওভারের দ্বিতীয় বলে আউট হন সাদমান। এরপর পঞ্চম ওভারের প্রথম বলে আউট হন অধিনায়ক শান্তও। জর্ডান নীলের বলে বালবির্নির হাতে ক্যাচ দিয়ে আউট হন শান্ত। ৫ বল খেলে ১ রান করেন তিনি।
চতুর্থ দিনের চতুর্থ ওভারেই ফিরলেন সাদমান
চতুর্থ দিনের চতুর্থ ওভারে আউট হলেন সাদমান ইসলাম। ম্যাক ব্রাইনের বলে এলবিডব্লিউ হন তিনি। ১১৯ বল খেলে ৭ চারে ৭৮ রান আসে তার ব্যাট থেকে। মুমিনুলের সঙ্গে যোগ দিয়েছেন শান্ত।
৪১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১৭৪। লিড হয়েছে ৩৮৫ রানের।
চতুর্থ দিনের খেলা শুরু
১ উইকেট হারিয়ে ১৫৬ রান তুলে তৃতীয় দিন শেষ করা বাংলাদেশ আজ শনিবার চতুর্থ দিনে ব্যাট করতে নেমেছে। সাদমান ইসলাম ৬৯ ও মুমিনুল ১৯ রান নিয়ে ক্রিজে নেমেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Share This Article