আর্জেন্টিনা, আয়ারল্যান্ডে দূতাবাস খোলার সিদ্ধান্ত

বাংলাদেশ চিত্র ডেস্ক

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন ও আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেসে দুটি নতুন দূতাবাস স্থাপনের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের ৪৮তম সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

আর্জেন্টিনা ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ১৯৭২ সালে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকেই বন্ধুত্বপূর্ণভাবে বজায় রয়েছে। বাংলাদেশ বর্তমানে ব্রাজিলের নিযুক্ত আর্জেন্টাইন রাষ্ট্রদূত এবং আর্জেন্টিনা ভারতে নিযুক্ত রাষ্ট্রদূতের মাধ্যমে বাংলাদেশে তাদের প্রতিনিধিত্ব চালু রেখেছে।

২০২২ সালে কাতার বিশ্বকাপের সময় আর্জেন্টিনা ফুটবল টিমের প্রতি বাংলাদেশি দর্শকদের তীব্র সমর্থন আন্তর্জাতিক মিডিয়ার নজরে আসে। একসময় তা আমলে নেয় আর্জেন্টিনাও। দেশটির স্থানীয় মিডিয়াতে প্রচার করা হয় বাংলাদেশি সমর্থকদের উন্মাদনার খবর।

সেবার আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো কাফিয়েরো ঘোষণা দিয়েছিলেন, তার সরকার ৪০ বছর পর বাংলাদেশে তাদের দূতাবাস পুনরায় খুলবে।

কাফিয়েরো বলেছিলেন, আগামী বছর (২০২৩ সালে) ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের পর তিনি এই লক্ষ্য পূরণে ঢাকা সফর করবেন।

এরপর থেকেই আর্জেন্টিনায় বাংলাদেশ দূতাবাস খোলার বিষয়টি নিয়ে জোরালো আলোচনা চলতে থাকে যা এখন বাস্তবায়নের পথে।

Share This Article