আসন্ন ৫ জুন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াত-কলম প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী খান বেলায়েত হোসেনের সমর্থনে নির্বাচনী এক মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে উপজেলার গোপালপুর বাজারে এ নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বাজারের সবগুলো সড়ক প্রদক্ষিণ শেষে এক সমাবেশে মিলিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, আলফাডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও দোয়াত-কলম প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী খান বেলায়েত হোসেন।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন, শাহজালাল ইসলামী ব্যাংকের সিনিয়র এক্সুকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শামসুদ্দোহা শিমু, গোপালপুর ইউপি চেয়ারম্যান খান সাইফুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান ইনামুল হাসান, ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি হাসমত হোসেন কাজল ও ইউপি সদস্য সাইফুল ইসলাম বাবর প্রমুখ।