ফুরিয়ে আসছে সময়। এক দরজা থেকে আরেক দরজা; ভোটারের হাতে হাত রেখে করমর্দনেও কেমন যেন গতি। প্রার্থীরা সেকেন্ড-মিনিটকেও দাম দিচ্ছেন এখন। উপজেলাবাসীকে দেখাচ্ছেন স্বপ্ন, ওড়াচ্ছেন প্রতিশ্রুতির ফানুস; দিচ্ছেন ওয়াদা।
কারণ আজ সোমবার (৩ জুন) দিনগত মধ্যরাতে বাজবে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে প্রচার-প্রচারণা বন্ধের ঘণ্টা। কারণ নির্বাচনি আচরণবিধি অনুযায়ী, ভোটগ্রহণের ৩২ ঘণ্টা পূর্ব থেকে সব ধরনের প্রচার-প্রচারণা বন্ধ থাকে। সেই হিসাবে সোমবার দিনগত রাত ১২টার পর থেকে প্রার্থীরা কোন ধরণের প্রচার-প্রচারণা চালাতে পারবেন না। এখন শুধু ভোটগ্রহণের প্রতীক্ষা। আগামী ৫ জুন ভোটগ্রহণ। এইদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোট গ্রহণ। ভোটের দিন উপজেলায় সাধারণ ছুটি থাকবে।
ভোটের দিন যাতে কোন অপ্রতিকর ঘটনা না ঘটে তার জন্য ভোটের আগের রাত থেকে ভোটের দিন মধ্যরাত পর্যন্ত উপজেলায় যানবাহন চলাচল নিয়ন্ত্রিত থাকবে। অর্থাৎ ৪ মে দিনগত মধ্যরাত ১২টা থেকে ৫ জুন দিনগত মধ্যরাত ১২টা পর্যন্ত যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকবে। তবে জরুরি সকল সেবা এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে না।
এদিকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণের লক্ষ্যে রিটার্নিং কর্মকর্তা ও স্থানীয় প্রশাসন সব রকম প্রস্তুতি গ্রহণ করেছেন। ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণও গুছিয়ে আনা হয়েছে। আনুষ্ঠানিক সব কার্যক্রম আগামীকাল মঙ্গলবারের মধ্যে শেষ হচ্ছে। সব মিলিয়ে কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হচ্ছে সমগ্র উপজেলা।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৪০ টি ভোটকেন্দ্রের ২৫৫ টি ভোটকক্ষে ৯৯ হাজার ৫৬৫ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে ৪০ জন প্রিজাইডিং অফিসার ও ২৫৫ জন সহকারী প্রিজাইডিং অফিসার দায়িত্ব পালন করবেন।
আলফাডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এরমধ্যে চেয়ারম্যান পদে লড়ছেন এ কে এম জাহিদুল হাসান (কাপ-পিরিচ) খান বেলায়েত হোসেন (দোয়াত-কলম) শেখ দেলোয়ার হোসেন (উট), এস এম মিজানুর রহমান (টেলিফোন), শেখ তাহিদুর রহমান মুক্ত (আনারস), কাজী মনিরুল হক (মোটরসাইকেল), আবুল খায়ের খান বুরুজ (হেলিকপ্টার), শেখ আব্দুর রহমান জিকো (জোড়া ফুল) ও আহসান উদ্দৌলা রানা (শালিক)।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, খান আমিরুল ইসলাম (টিয়াপাখি), কাজী শহিদুল ইসলাম সজল (মাইক), ইয়াছিন মোল্যা (তালা), তৌকির আহমেদ ডালিম (টিউবওয়েল), হুমায়ুন মোল্যা (বই), মোমিনুর রহমান সবুজ (চশমা) ও মুরাদ হোসেন (উড়োজাহাজ)।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, লায়লা পারভীন (ফুটবল), শারমিন আফরোজ সুমি (তীর-ধনুক), মনোয়ারা ছালাম (ফুলের টব) ও উপজেলার বেজিডাঙ্গা গ্রামের বিউটি বেগম (বৈদ্যুতিক পাখা), আছিয়া খানম (পদ্মফুল), উপজেলার কামারগ্রাম এলাকার বিউটি বেগম (প্রজাপতি), রিনিয়া বেগম (কলস) ও দিপালী রায় (হাঁস)।
আলফাডাঙ্গা উপজেলা নির্বাচন কর্মকর্তা হোসনুল-অরা তীন সোফি বলেন, ‘নির্বাচনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সবার সহযোগিতা পেলে একটি ভালো নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে।’
আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা সারমীন ইয়াছমীন জানান, ‘শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন হবে শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ। জনগণ যাকে ভোট দেবে, তিনিই নির্বাচিত হবেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে র্যাব ও পুলিশের পাশাপাশি ম্যাজিস্ট্রেট ও বিজিবি মোতায়েন থাকবে।’