আলফাডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ চিত্র ডেস্ক

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ফরিদপুরের আলফাডাঙ্গা আসাদুজ্জামান বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য পদের নির্বাচন সম্পন্ন হয়েছে।

সোমবার (১০ জুন) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২৩৯ জন ভোটারের মধ্যে ১৮৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে সাধারণ অভিভাবক সদস্য পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করে নির্বাচিত হয়েছেন দুইজন । মো. মহসিন শেখ ১৪০ ভোট ও কাজী মোসাররফ ১৩৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এদের প্রতিদ্বন্দ্বী মো. লিটন মিয়া ৪৩ ভোট পেয়েছেন।

অপরদিকে সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে ১০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোসা. শেফালী বেগম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আফরোজা বেগম ৬৭ ভোট পেয়েছেন।

নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার আশরাফুর রহমান। তাকে সহায়তা করেন, উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. রেজওয়ান ইসলাম।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেন সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান সম্পূর্ণ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

Share This Article