
বৃহস্পতিবার দুপুর সাড়ে তিনটায় নগরীর গনকপাড়ায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির মহানগর কার্যালয় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
প্রধান সমন্বয়কারী মোবাশ্বের আলী তার লিখিত বক্তব্যে জানান রাজশাহীতে ১৩৫ জনকে আসামী করে জুলাই আহত অপূর্ব নামের এক ছেলে (আমাদের সুপরিচিত) গত কয়েকদিন আগে বোয়ালিয়া থানায় একটা মামলা দায়ের করেছে। অত্যন্ত দুঃখের বিষয় এই মামলাটি জাতীয় নাগরিক পার্টি, রাজশাহীর পক্ষ থেকে হয়েছে বলে সকল মহলে ব্যাপক আলাপ-আলোচনা চলছে।
আমি জাতীয় নাগরিক পার্টি রাজশাহী মহানগরের প্রধান সমন্বয়কারী হিসেবে খুব স্ট্রংলি ঘোষণা করছি, আমরা রাজশাহী নাগরিক পার্টির কেউ এই মামলা দায়েরের সাথে কোনভাবে জড়িত না। আমরা মামলাটি দায়েরের পর জেনেছি। এবং এই মামলা নিয়ে বিভিন্নভাবে নানান ফোন পাচ্ছি। কেউ কেউ এই মামলা নিয়ে আসামিদেরকে মামলা থেকে অব্যাহতি দেয়ার নামে বড় ফিগারের অর্থ দাবী করছে শুনতে পাচ্ছি।
এই মামলাটিকে বানিজ্যিক মামলা হিসেবে ব্যবহার করারও অভিযোগ এসেছে আমাদের কাছে। আমরা রাজশাহী মহানগর এনসিপি দ্যর্থহীনভাবে এসব নোংরামিকে প্রত্যাক্ষাণ করছি। রাজশাহী মহানগর ও রাজশাহী জেলার কোনো লিষ্টেড নেতা কারো কাছে এই মামলা নিয়ে অর্থ লেনদেনের সাথে সম্পৃক্ত হলে তার বিরুদ্ধে রাজশাহী সংগঠন কঠোর ব্যবস্থা নিবে ইনশাআল্লাহ।
আরো উল্লেখ থাকে যে আমরা সচেতন ভাবে এই মামলায় শেষ পর্যন্ত দৃষ্টি রাখবো কারা এখান থেকে অব্যাহতি পাচ্ছে এবং সেই অব্যাহতি কিভাবে কাদের যোগসাজশে ঘটছে। এই মামলায় কোনো নির্দোষ ব্যক্তিকে যদি সত্যি সত্যিই জড়ানো হয়ে থাকে যারা জুলাইয়ে রাজশাহীতে সন্ত্রাসী আওয়ামী বাহিনীর সাথে মাঠে ময়দানে ছিল না এবং নেপথ্যেও তাদেরকে সহযোগিতার কোনো তথ্যপ্রমান নেই এরকম যারা আছে তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা নিরাপরাধ ব্যক্তিদের জন্য নিঃশর্ত পাশে দাড়ানোর কথা দিচ্ছি।
আর বাদী কাউকে অব্যাহতি দেয়ার উদ্যাগ নিলে আমরা সেটাও তদন্ত করে দেখবো ইনশাআল্লাহ।
রাজশাহী এনসিপিকে নিয়ে কোনো ন্যূনতম নোংরামি বা অপরাজনীতি হলে বা কেউ কোন রাজনৈতিক দুর্বৃত্তে হয়ে উঠতে চায়লে আমরা তাকে প্রতিহত কববো।
সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টি এসসিপির যুগ্ন সমন্নয়কারী আল আশরারুল ইমাম তানীম সহ বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া উপস্থিত ছিলেন।