
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক বাউল শিল্পীর আল্লাহর শানে জঘন্যতম অবমাননাকর মন্তব্য দেশব্যাপী মুসলিম জনতার মাঝে তীব্র ক্ষোভ সৃষ্টি করেছে। এ ঘটনায় ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা মুফতী সৈয়দ ছালেহ আহমাদ মামুন আল-হোসাইনী প্রশাসনের কাছে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
পীর সাহেব বলেন, ৯২ ভাগ মুসলমানদের দেশে আল্লাহর পবিত্র নাম ও গুণাবলিকে অবমাননা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এটি ঈমান-আকীদার ওপর সরাসরি আঘাত। ইসলামী শরীয়ত অনুযায়ী এ ধরনের কটুক্তি কঠিন শাস্তিযোগ্য অপরাধ। তিনি আরও বলেন, ইসলাম বিদ্বেষীরা আল্লাহর ও নবীর শানে যা মন চায় তাই বলে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার চেষ্টা করছে। কিন্তু প্রতিবাদ করলে বাক স্বাধীনতার আড়ালে তাদেরকে রক্ষা করা হয়—এ ধরনের অজুহাত মুসলমানরা মেনে নেবে না।
পীর সাহেব এই ঘটনায় বর্তমান সরকারকে আহ্বান জানান, কটুক্তিকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক। তিনি দেশের মুসলমানদেরও অনুরোধ করেন—ধৈর্য ও শরীয়তের আলোকে প্রতিক্রিয়া জানাতে, যাতে সমাজে বিশৃঙ্খলা না ছড়ায়, তবে অন্যায়কারীর বিচারও বিলম্বিত না হয়।
তিনি দেশের উলামায়ে কেরাম, পীর-মাশায়েখ ও ইসলামপ্রিয় সকল মানুষকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার আহ্বান জানান।
পীর সাহেবের বক্তব্য আসে বুধবার (২৬ নভেম্বর) মাধবপুর উপজেলার শিমুলঘর মধ্যগ্রামে অনুষ্ঠিত ঈসালে সওয়াব মাহফিলে। মাহফিলে প্রধান অতিথি হিসেবে তিনি তরিকতের তালীম প্রদান করেন। এছাড়া মাহফিলে ওয়াজ করেন হাফেজ মাওলানা আব্দুর রহমান, মাওলানা হুমায়ুন কবির, মাওলানা কামাল উদ্দিন আনসারী, মুফতি মোযযাম্মিল হক মাছুমী প্রমুখ। অনুষ্ঠান শেষ হয় মুসলিম উম্মাহর শান্তি ও মুক্তি কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে।