আল আমিন হত্যায় নতুন ৯জনের নাম যুক্ত করার আবেদন আদালতে

বাংলাদেশ চিত্র ডেস্ক

স্টাফ রিপোর্টার
নগরীর ২৭নং ওয়ার্ডের পূর্ব বানিয়াখামার লোহার গেট এলাকায় দুর্বৃত্তের হামলায় মো. আল আমিন শেখ (৪৫) নিহত হওয়ার ঘটনায় ১৯ জনের নামে মামলা হলেও নতুন করে আরও ৯জনের নাম যুক্ত করার আবেদন করেছেন বাদী শেখ মো. জাহাঙ্গীর।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আনিচুর রহমান আবেদনটি গ্রহণ করে মামলার তদন্ত কর্মকর্তাকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেছেন। নতুন যুক্ত হওয়া আসামিরা হলেন ২৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জেড এ মাহমুদ ডন (৫৫), হরিণটানা থানাধিন তোতার ব্রীজের সামনের বাসিন্দা ছাত্তার গাজীর ছেলে নজরুল ওরফে ছাগল নজরুল (৪০), মিস্ত্রপাড়া কাঁচা বাজারের পাশের বাসিন্দা মৃত. সামসু মিয়ার ছেলে মেহেদী (৫০), রায়পাড়া রোডের মৃত. আবুল হাশেমের ছেলে দেলোয়ার হোসেন দেলো ওরফে মাদক দেলো (৪৯), তার ভাই মোজাহার হোসেন মোজো ওরফে মাদক ডিলার (৫২), পূর্ব বানিয়াখামার মেইন রোডের মৃত. শহিদ মিয়ার ছেলে লাবু ওরফে সুদে লাবু (৫২), রূপসা থানাধিন নৈহাটি কাঞ্চন নগরের ইদ্রিস শেখের ছেলে রাসেল শেখ ওরফে সন্ত্রাসী রাসেল (৩৩), বাগমারা মেইন রোডের মৃত. নেছার উদ্দিনের ছেলে আবউল রহিম মোল্লা (৪৫) ও বাগেরহাট জেলার ফকিরহাট থানার কাকডাঙ্গা গ্রামের শহিদ মোল্লার ছেলে সাগর মোল্লা ওরফে কিলার সাগর (২৭)।

নতুন আরজিতে বাদী উল্লেখ করেন গত ৮ জুলাই রাত ৯টার দিকে সাবেক কাউন্সিলর ডনের নির্দেশে শাহআলম ও দেলোয়ারসহ পরিকল্পিতভাবে আল আমিনকে বাড়ি থেকে ডেকে নিয়ে ডনের সামনে হত্যা করা হয়। আল আমিনের ভাই তৌহিদ থানায় মামলা করতে গেলে ডন তার মুখে পিস্তল ঠেকিয়ে মামলায় জড়িত নয় এমন লোকদের নামে মামলা দিতে বাধ্য করে। এ কারণে বাদী নতুন করে আরও ৯জনের নাম যুক্ত করার আবেদন করেছেন বাদী শেখ মো. জাহাঙ্গীর।

এর আগে অত্র মামলায় ১৯ জনকে আসামি করে মামলা করা হয়। আসামিরা হলেন পূর্ব বানিয়াখামার চৌধুরী গলির মৃত. সেকেন্দার শেখের দু’ছেলে মিজান শেখ (৪৫) ও মিরাজ শেখ (৩৮), বাগমারা জব্বার সড়কের নাহারের ছেলে নাঈম (২৫), বাগমারা রসুলবাগের আমীর আলীর ছেলে শাওন (২৬), বাগমারা মেইন রোডের নজরুল ইসলামের ছেলে মনি ( ২৩), মিস্ত্রিপাড়া টাওয়ার গলির মৃত. বাবুল শেখের ছেলে রিয়াজুল (৩৫), বাগমারা ঈদগাহ লেনের মৃত. মালেকের ছেলে চান্দু ( ৪৫), পূর্ব বানিয়াখামার রাস্তার মাথার মৃত. গোলামের ছেলে অপু (৩২), পূর্ব বানিয়াখামার চৌধুরী গলির হেলাল (২৭), পূর্ব বানিয়াখামার লোহার গেটের সেকেন্দার পাটোয়ারীর ছেলে সোহাগ পাটোয়ারী (৪০), পূর্ব বানিয়াখামার আহাদের গলির নাছিরের ছেলে তরিক (৪৫), পূর্ব বানিয়াখামার বিকে ইষ্ট রোডের মো. নজরুল শিকদারের দু’ছেলে ইব্রাহিম শিকদার (৩০) ও ইসমাইল শিকদার (২৫), পূর্ব বানিয়াখামার লোহার গেটের ইউনুসের ছেলে আতা (২৬), পূর্ব বানিয়াখামার লোহার গেট জব্বার সড়কের বাবুলের ছেলে আবু সাঈদ (২৫), পূর্ব বানিয়াখামার চৌধুরী গলির নাজু গাজীর ছেলে হৃদয় গাজী (২৫), পূর্ব বানিয়াখামার লোহার গেট ৯ম গলির মৃত. মোকাদ্দেস বিশ^াসের ছেলে মো. মামুন (৪৫), একই গলির করিমের ছেলে শাহ আলম (৪৫) ও পূর্ব বানিয়াখামার কাঠালতলা মোড়ের বেল্লালের ছেলে মোস্ত (২৪)।

Share This Article