তৃতীয় ধাপে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে ইউপি নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব জিয়াউল করিম খান সাজুর কাছে পরাজিত হয়েছেন বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হানিফ মুন্সী।
বুধবার রাতে সহকারি রিটানিং কর্মকর্তা ও আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামল চন্দ্র বশাক ফলাফল ঘোষণা করেন। এতে আলহাজ্ব জিয়াউল করিম খান সাজুকে ( মোটরসাইকেল) প্রতীকে বেসরকারি ভাবে বিজয়ী ঘোষণা করেন। তিনি পেয়েছেন ৩১ হাজার ২১৮ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান হানিফ মুন্সী ( দোয়াতকলম) প্রতিকে পেয়েছেন ২৮ হাজার ৩৩৪ ভোট, আবু আসিফ আহমেদ ( আনারস) প্রতিকে পেয়েছেন ৭ হাজার ৫৩৫, মোঃ জসীম উদ্দিন ( হেলিকপ্টার) প্রতিকে পেয়েছেন ৪৭৭ ভোট, শাহাবুদ্দিন (ঘোড়া) প্রতিকে পেয়েছেন ২৬৫ ভোট। বুধবার সকাল ৮ থেকে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৪ টা পর্যন্ত চলে ভোট গ্রহণ।
নির্বাচনে উপজেলায় ৮টি ইউনিয়নের ৪৮টি ভোট কেন্দ্রে ১ লাখ ৪৫ হাজার ৬৮৮ জন ভোটার রয়েছে। ভোটের সুন্দর পরিবেশ বজায় রাখতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রাখতে ভোটের মাঠে ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিজিবি সহ আনসার পুলিশ বাহিনী যথাযথ মোতায়েন ছিল।