আশুলিয়ায় দুই ডাকাত সদস্য আটক

বাংলাদেশ চিত্র ডেস্ক

সাভারের আশুলিয়ায় পৃথক অভিযানে ডাকাত চক্রের দুই সক্রিয় সদস্যকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৪)। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

র‍্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার নাজমুল ইসলাম বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গত মঙ্গলবার ও বুধবার রাতে আশুলিয়ার ভাদাইল এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। আটকরা হলেন—চক্রের প্রধান মোঃ মইনুল ইসলাম এবং সদস্য রাসেল মিয়া।

র‍্যাব সূত্রে জানা যায়, গত ৯ অক্টোবর রাতে ভাদাইল এলাকায় সড়কে গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি চলছিল। তখন র‍্যাবের হাতে চক্রের একজন ধরা পড়ে। তার জবানবন্দিতে উঠে আসে মইনুল ইসলামের নেতৃত্বে বড় একটি ডাকাত দলের কার্যক্রমের তথ্য। এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়।

মামলার পর র‍্যাব ছায়াতদন্তে নামে এবং প্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে। পরবর্তীতে ১৪ অক্টোবর রাতে মইনুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তার আগের দিন, ১৩ অক্টোবর রাতে আরেক অভিযানে রাসেল মিয়াকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়।

তখন তার কাছ থেকে ৬ লাখ ৭৪ হাজার ৫০০ টাকা, ৩টি গুলি, চাইনিজ কুড়াল, চাপাতি, দুটি চাকু ও ৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

কোম্পানি কমান্ডার নাজমুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুইজন স্বীকার করেছে—তারা রাজধানীসহ আশপাশের এলাকায় ডাকাতি ও নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। আটক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাদের আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Share This Article