
সাভারের আশুলিয়া ইউনিয়নের ধলপুর এলাকায় অনুষ্ঠিত হলো ‘মনের কথা’ শীর্ষক এক মতবিনিময় সভা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত ৩১ দফা রাষ্ট্রকাঠামো সংস্কার প্রস্তাবকে কেন্দ্র করে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশুলিয়া ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি হাজী আব্দুল বাসেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো: শাহিন সরকার।
বক্তব্যে শাহিন সরকার বলেন, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হলে জনগণের ভোটের অধিকার ও এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত হবে।
এসময় তিনি স্থানীয় জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার এবং বিএনপিকে সমর্থন দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে ১নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ, স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় এলাকার উন্নয়ন, জনগণের কল্যাণ এবং তরুণদের রাজনৈতিক সচেতনতা সহ বিভিন্ন দিক তুলে ধরা হয়।