চলতি বছরের শেষে চাকরিজীবীদের জন্য অপেক্ষা করছে টানা তিন দিনের ছুটি। সরকারি ছুটির ক্যালেন্ডার বলছে, ডিসেম্বরে বড়দিন পড়েছে বৃহস্পতিবার। সেই সঙ্গে সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার যুক্ত হয়েছে। তাই ২৫, ২৬ ও ২৭ ডিসেম্বর মিলবে দীর্ঘ এক ছুটি।
বড়দিনের ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় চাকরিজীবীরা পাবেন টানা তিন দিনের অবকাশ।
এদিকে, ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা ইতিমধ্যে অনুমোদন পেয়েছে। উপদেষ্টা পরিষদের বৃহস্পতিবার (৬ নভেম্বর) বৈঠকে এটি চূড়ান্ত হয়। জানা গেছে, আগামী বছর মোট সরকারি ছুটি থাকবে ২৮ দিন। তবে শুক্রবার ও শনিবার বাদ দিলে কার্যদিবসের ছুটি থাকছে ১৯ দিন।
