হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন নেভাতে গিয়ে অন্তত ২৯ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ১৫ জন ভর্তি রয়েছেন। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১৪ জন।
রবিবার (১৯ অক্টোবর) সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, বিমানবন্দরে আগুনে এখন পর্যন্ত বিমানবাহিনীর একজন, ফায়ার সার্ভিসের তিন, পুলিশের এক, আনসারের ১০ জন সদস্য সিএমএইচে চিকিৎসাধীন।
কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক লে. কর্নেল ফখরুল আলম জানান, এই হাসপাতালে ১৪ জন আনসার সদস্য শনিবার (১৮ অক্টোবর) রাতে চিকিৎসা নিয়ে চলে যান।
শনিবার দুপুর সোয়া ২টার দিকে বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। একে একে ৩৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। যোগ দেয় সেনা, নৌবাহিনী ও বিজিবি। রাত সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।