ময়মনসিংহের নান্দাইলের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে এ সব মিছিল শুরু হয়ে সাড়ে ৬টা পর্যন্ত স্থায়ী থাকে।
এ সময় জাহাঙ্গীরপুর ইউনিয়নের সীডস্টোর বাজারে বিএনপি নেতা ওলিউল্লাহর ওষুধের দোকান ছাড়াও আরো তিনটি দোকানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের তারেরঘাট বাজারের এলাকায় কয়েকশত নেতাকর্মী ও সমর্থক হঠাৎ করে বিশাল মিছিল বের করে।
পরে প্রায় ১০ মিনিট সময় নিয়ে মিছিল শেষে অনেকে বক্তব্য রাখেন। ওই সময় গাঙাইল, জাহাঙ্গীরপুর ও সিংরুইল ইউনিয়নের বিভিন্ন জায়গায় মিছিলের খবর পাওয়া যায়। এ সব মিছিলের ভিডিও আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর ফেসবুক আইডিতে দেখা যায়।
এদিকে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জয়বাংলা স্লোগান দিয়ে একটি মিছিল থেকে অতর্কিতে হামলা চালানো হয় স্থানীয় সীডস্টোর বাজারের বিএনপি নেতা ওলিউল্লাহর ওষুধের দোকানে। ওই সময় দোকানের মালামাল তছনছ করে তারা চলে যায়।
এ বিষয়ে ওলিউল্লাহ জানান, ঘটনার সময় প্রাণে রক্ষা পেতে তিনি দৌড়ে পালিয়ে যান। পরে এসে দেখেন নগদ টাকা লুট হয়ে গেছে।
তিনি অভিযোগ করে বলেন, আমি হামলার আশঙ্কা করতে পেরে থানায় ফোন দিলেও কেউ আসেনি।
এলাকার বিএনপির রাজনীতির সাথে যুক্ত আছেন এমন কয়েকজন কর্মী জানান, আওয়ামী লীগের কর্মসূচির খবর তারা থানায় জানিয়েছিলেন। কিন্তু সময় মতো পুলিশ ঘটনাস্থলে আসেনি।
এ বিষয়ে নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জালাল উদ্দিন মাহমুদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে তারা দৌড়ে পালিয়ে যায়। এখন পুলিশ তৎপর রয়েছে।