ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে প্রশ্নে ট্রাম্প বললেন, এখনও দিনের অর্ধেক বাকি

বাংলাদেশ চিত্র ডেস্ক

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেনে যুদ্ধের সমাপ্তি টানতে একটি চুক্তির ব্যাপারে আগ্রহী দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্থানীয় সময় সোমবার (২০ জানুয়ারি) প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প এ কথা বলেন।

মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নির্বাচনি প্রচারণা এবং প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর একাধিকবার ট্রাম্প বলেছিলেন তিনি ইউক্রেন যুদ্ধের অবসান চান এবং প্রেসিডেন্ট হওয়ার প্রথম দিনেই তিনি সেটি করতে চেয়েছিলেন।

সেই ধারাবাহিকতায়ই তাকে তার প্রতিশ্রুতি সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘আচ্ছা, এটি দিনের অর্ধেক। দিনের বাকি অর্ধেক এখনও বাকি রয়েছে। দেখা যাক কী হয়।’

ট্রাম্প বলেন, তিনি মনে করেন যে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি যুদ্ধ শেষ করার জন্য একটি চুক্তি করতে চান।

প্রায় তিন বছর ধরে চলা যুদ্ধ সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘বেশিরভাগ মানুষ মনে করেছিলো যে এই যুদ্ধ এক সপ্তাহে শেষ হয়ে যাবে। আমি মনে করি, তিনি (জেলেনস্কি) এই যুদ্ধ শেষ করার ব্যাপারে খুব ভালোভাবেই রাজি।’

গত ডিসেম্বরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, ইউক্রেন ইস্যুতে আপস করতে রাশিয়া। এক সংবাদ সম্মেলনে রুশ প্রেসিডেন্ট বলেন, ‘আমরা সবসময় বলেছি যে আমরা আলোচনা এবং সমঝোতার জন্য প্রস্তুত। তবে অন্য পক্ষও প্রস্তুত আছে কিনা, তাও দেখা দরকার।’

পুতিন আরও বলেন, ‘শিগগিরই এমনটা হবে যে, যুদ্ধ করতে চায় এমন ইউক্রেনীয়দের খুঁজে পাওয়া যাবে না। আমার মতে, এমন কেউ থাকবে না যে যুদ্ধ করতে চায়। আমরাও আলোচনার জন্য প্রস্তুত। কিন্তু অন্য পক্ষকেও আলোচনা এবং সমঝোতার জন্য প্রস্তুত থাকতে হবে।’

Share This Article