ইবতেদায়ি শিক্ষকদের যমুনা অভিমুখে লংমার্চ আটকে দিল পুলিশ

বাংলাদেশ চিত্র ডেস্ক

আন্দোলনরত ইবতেদায়ি শিক্ষকদের ‘লংমার্চ টু যমুনা’ আটকে দিয়েছে পুলিশ। আজ রবিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে তারা প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ভবন যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করলে কদম ফোয়ারা এলাকায় পুলিশ তাদের আটকে দেয়।

স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্য জোট আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শামসুল আলম বলেন, আমরা ২টার দিকে যমুনার উদ্দেশ্যে পদযাত্রা শুরু করলে পুলিশ আমাদের কদম ফোয়ারার সামনে আটকে দিয়েছে। আমরা এখানেই অবস্থান ধরে রেখেছি।

তিনি আরও বলেন, আমরা এখানেই জোহরের নামাজ আদায় করেছি। আপাতত এখানেই অবস্থান করব। সরকারের প্রতি আহ্বান, বছরের শুরুতে দেওয়া জাতীয়করণের আশ্বাস দ্রুত বাস্তবায়ন করুন এবং আমাদের পাঁচ দফা দাবি মেনে নিন।

স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলো জাতীয়করণের ঘোষণার বাস্তবায়ন দাবিতে টানা ২১ দিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন শিক্ষকরা।

আন্দোলনরত শিক্ষকরা অভিযোগ করেন, প্রশাসনিক জটিলতা ও অযৌক্তিক বিলম্বের কারণে তারা আন্দোলন চালিয়ে যেতে বাধ্য হচ্ছেন। সরকারের পক্ষ থেকে ধাপে ধাপে জাতীয়করণের ঘোষণা দেওয়ার নয় মাস পেরিয়ে গেলেও তা বাস্তবায়িত না হওয়ায় আবারও তারা রাজপথে নেমেছেন।

Share This Article