ইবি প্রতিনিধি ::
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) "অভিযোগ প্রতিকার ও ব্যবস্থাপনা বিষয়ক অবহিতকরণ সভা" অনুষ্ঠিত হয়েছে। জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা ২০২২-২০২৩ এর আওতায় মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগে এই আয়োজন করা হয়।
বিভাগের সভাপতি প্রফেসর ড. সৈয়দ মাকসুদুর রহমানের সভাপতিত্বে অতিথি হিসেবে ছিলেন প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ। এসময় রিসোর্স পার্সন হিসেবে ছিলেন প্রফেসর ড. আ.খ.ম. ওয়ালী উল্লাহ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার (প্রশাসন) ও এপিএ ফোকাল পয়েন্ট চন্দন কুমার দাস। অভিযোগ প্রতিকার বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন উপ-রেজিস্ট্রার (প্রশাসন) মুহাম্মদ ইব্রাহিম খলিল, ফোকাল পয়েন্ট, অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা। আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক, কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।