রিয়াদ, ইবি প্রতিনিধি ::
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মাগুরা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে ফোকলোর স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাহিদ পারভেজ মুন্না এবং সাধারণ সম্পাদক হিসেবে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মেজবাহুল ইসলাম মনোনীত হয়েছেন। নতুন কমিটি আগামী ১ বছর দায়িত্ব পালন করবেন।
শনিবার (১৬ সেপ্টেম্বর) সংগঠনটির উপদেষ্টা পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন দুই সদস্যের এই কমিটির অনুমোদন দেন। সংগঠন থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মেজবাহুল ইসলাম বলেন, মাগুরা জেলা থেকে প্রতি বছর অনেক শিক্ষার্থী ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। তাদের সব ধরণের সহযোগিতায় আমরা মাগুরা জেলা ছাত্রকল্যাণ সমিতি পাশে থাকবো। এ ছাড়া শিগগিরই আমাদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। ইসলামী বিশ্ববিদ্যালয়ে আমাদের মাগুরা জেলার সকল শিক্ষার্থী ভাই-বোনদের সেবায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছি।