ইমদাদুল উলুম নূরানী হাফেজিয়া কওমি মাদ্রাসার ব্যতিক্রমী ২১শে ফেব্রুয়ারী উদযাপন

আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধিঃ

আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের কলিম উল্লাহ মৌলভী সাহেবের বাড়ি সংলগ্ন
যথাযোগ্য মর্যাদায় ব্যতিক্রমী ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে
ইমদাদুল উলুম নূরানী হাফেজিয়া কওমি মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা।

ভোরের প্রথম দিকে ভাষা শহীদদের স্মরনে শিক্ষার্থীরা কুরআন তেলোয়াত করেন। এরপর জাতীয় পতাকা হাতে নিয়ে ইউনিয়নের প্রধান সড়ক গুলোতে র‍্যালী অনুষ্ঠিত হয়।

তারা বলেন, ইতিহাসের এই দিনেই মাতৃ ভাষার জন্য রাজপথে জীবন দিতে হয়েছিল সালাম, বরকত ও রফিক সহ নাম না জানা আরো অনেকেই, ২১ শে ফেব্রুয়ারি দিনটি স্বীকৃতি পেয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে এই দিন সারা বিশ্বই দিনটি স্মরণ করে। আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করি। শেষে শহীদের রুহের মাগফিরাত কামনা করে মুনাজাত করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন, হাফেজ মাওলানা হামিদুল্লা সাহেব, হাফেজ আতিকুর রহমান, হাফেজ শেখ ফরিদ, হাফেজ আলা উদ্দিন, মাওলানা রাজিব হোসেন সহ আরো অনেকে।

Share This Article