
তোয়ান হোসেন পল্লব, স্টাফ রিপোর্টার (নওগাঁ):
নওগাঁর পত্নীতলায় স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ এন্ডিং হাঙ্গার নওগাঁ জেলার চতুর্থ জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়।
পত্নীতলা উপজেলা ইয়ুথ ফোরামের সভাপতি মো.শাহারিয়ার শাকিল ও উপজেলা ইয়ুথ ফোরামের সম্পাদিকা মোছা.তছিবা পারভিন নিশী’র সঞ্চালনায় সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে “আত্নশক্তিতে বলীয়ান ব্যক্তি কখনও দরিদ্র থাকতে পারে না”এই প্রতিপাদ্য কে সামনে নিয়ে ইয়ুথ এন্ডিং হাঙ্গার নওগাঁ জেলার চতুর্থ জেলা সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ড.বদিউল আলম মজুমদার(অর্থনীতিবিদ, গবেষক ও উন্নয়নকর্মী,’দি হাঙ্গার প্রজেক্ট’-এর কান্ট্রি ডিরেক্টর ও গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট, নাগরিক সংগঠন ‘সুজন-সুশাসনের জন্য নাগরিক’-এর প্রতিষ্ঠাতা ও সম্পাদক)অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা আফরোজ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দা-হাঙ্গর প্রোজেক্ট বিভাগীয় সমন্বয়কারী মিজানুর রহমানসহ দি হাঙ্গার প্রজেক্টের জেলা ও উপজেলা সহ ইয়ুথ ফোরামের সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন,ধামইরহাট উপজেলা সিনিয়র ইয়ুথ লিডার মো.জাহিদ ইকবাল, উপজেলা ইয়ুথ ফোরামের সম্পাদিকা মোছা.আয়েশা ছিদ্দিকা,ইয়ুথ ফোরামের সদস্য সাইদ ইসলাম,মোছা.আফরিন সুলতানা, জোবায়ের আহমেদ, তোয়ান হোসেন পল্লব, আবদুল্লাহ আল সায়েমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
উক্ত সম্মেলনে নওগাঁ জেলার ১১টি উপজেলার ইয়ুথ ফোরামের সদস্যদের সক্রিয় অংশগ্রহণে মুখরিত ছিল অনুষ্ঠান চত্ত্বর।
উল্লেখ্য দা-হাঙ্গর প্রোজেক্ট বাংলাদেশের সকল প্রায় জেলার তরুণ-তরুণীদের নিয়ে,একটি ক্ষুধা-মুক্ত দারিদ্র্য-মুক্ত ও আত্মনির্ভরশীল সোনার বাংলা বিনির্মাণে লক্ষ্যে কাজ করছে প্রতিনিয়ত।
অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের ইয়ুথ এন্ডিং হাঙ্গার ফোরাম কর্তৃক সার্টিফিকেট প্রদান করা হয়।
বাংলাদেশ চিত্র/আনিস