
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না। ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে উচ্চ পর্যায়ের আলোচনার প্রাক্কালে এমন মন্তব্য করেছেন ট্রাম্প।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরাইল।
যুক্তরাষ্ট্রের বিশেষ রাষ্ট্রদূত স্টিভ উইটকফ ওমানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে দেখা করার কয়েক ঘন্টা আগে ট্রাম্প এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেন, ‘আমি চাই ইরান একটি চমৎকার, মহান, সুখী দেশ হোক। তাই তাদের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না।
এদিকে, মার্কিন ও ইরানি প্রতিনিধিদল আলোচনার জন্য ওমানে পৌঁছেছেন।
অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনায় নতুন কোনও চুক্তি হতে পারে বলে আশা করছে সৌদি আরব।
সূত্রের মতে, সৌদি আরব আশা করছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার যেকোনো নতুন চুক্তি ‘তেহরানকে নিয়ন্ত্রণে রাখবে’-এমনকি পূর্ববর্তী পারমাণবিক চুক্তির চেয়েও বেশি।
সৌদি আরবের এই প্রত্যাশা এমন সময়ে সামনে এলো যখন মার্কিন ও ইরানি প্রতিনিধিদল আলোচনার জন্য ওমানে পৌঁছেছেন।
এটি পূর্ববর্তী জয়েন্ট কমপ্রিহেনসিভ প্ল্যান (জেসিপিওএ) এর শর্তাবলী থেকেও গুরুতর পদক্ষেপ হবে। পূর্ববর্তী এই চুক্তি ইরানের পারমাণবিক স্থাপনা এবং উৎপাদন সীমিত করেছিল।
জেসিপিওএ চুক্তি ২০১৫ সালে সম্পন্ন হয়। ২০১৮ সালে মার্কিন প্রেসিডেন্ট ইরানের ওপর চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে এটি বাতিল করেন।