ইসরায়েলি হামলায় ইরানের কুদস ফোর্সের শীর্ষ কমান্ডার

বাংলাদেশ চিত্র ডেস্ক

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) কোম শহরের একটি অ্যাপার্টমেন্টে হামলা চালিয়ে ইরানের এক শীর্ষ কমান্ডার সাঈদ ইজাদিকে হত্যা করেছে।

সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

শনিবার ২১ জুন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এই তথ্য নিশ্চিত করেছেন।

কাৎজ বলেন, গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালানোর আগে হামাসকে অর্থ ও অস্ত্র সরবরাহের দায়িত্বে ছিলেন এই সাঈদ ইজাদি।

তিনি এক বিবৃতিতে বলেন, এটা ইসরায়েলি গোয়েন্দা সংস্থা ও বিমান বাহিনীর একটি বড় অর্জন। নিহত ও জিম্মিদের ন্যায়বিচার দেয়া গিয়েছে। ইসরায়েলের দীর্ঘ হাত তার সব শত্রু পর্যন্ত পৌঁছে যাবে।

ইজাদি ছিলেন ইরানের প্রভাবশালী কুদস ফোর্সের সদস্য। এই ফোর্স ইরানের ইসলামিক রেভ্যুলশনারি গার্ডস কোর বাহিনীর একটি শাখা, যেটি বিদেশে অভিযান পরিচালনা করে, বিশেষ করে ইরানের মিত্রদের সহায়তা দেয়।

তবে এখনও ইরানের কোনও বাহিনী আনুষ্ঠানিকভাবে ইজাদির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি।

Share This Article