ইসরায়েলের ওপর হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সবচেয়ে বড় হামলা ইরানের

বাংলাদেশ চিত্র ডেস্ক

ইসরায়েলি লক্ষ্যবস্তুর ওপর সোমবার (১৬ জুন) ভোররাতে বিশেষ ক্ষেপণাস্ত্র দিয়ে সবচেয়ে বড় হামলা চালিয়েছে ইরান। শুক্রবার (১৩ জুন) থেকে ধারাবাহিকভাবে প্রতিশোধমূলক এই অভিযান শুরু হয়। তবে আজকের হামলাটি ছিল সবচেয়ে ভয়াবহ এবং ব্যাপক। এবার আরও বেশি সংখ্যক হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

সোমবার ভোররাতে চালানো সর্বশেষ প্রতিশোধমূলক হামলায় আইআরজিসি একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তেলআবিব, হাইফা এবং অধিকৃত অঞ্চলের মধ্য ও উত্তরাঞ্চলের শহরগুলোর (যেমন বনে ব্রাক) লক্ষ্যবস্তুর ওপর নিক্ষেপ করেছে।

গত ১৩ জুন থেকে ইসরায়েলি আগ্রাসনে ইরানের সেনা কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানী ও সাধারণ নাগরিকসহ বহু মানুষ নিহত হওয়ায় এর জবাবে এই পাল্টা হামলা চালানো হয়েছে। খবর তাসনিম নিউজের।

গত চার দিনে ইসরায়েলের বিরুদ্ধে এটাই সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা। হামলায় ইসরায়েলের বিদ্যুৎকেন্দ্র ও তেল শোধনাগারও লক্ষ্যবস্তু হয়েছে। ধারণা করা হচ্ছে, ইসরায়েলের ওপর হামলায় আইআরজিসি এর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাত্মক ক্ষমতা ও গতি বাড়িয়েছে। আরও ভারী ওয়ারহেডের কারণে ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের লক্ষ্যবস্তুতে ব্যাপক ক্ষতি সাধন করতে পেরেছে।

সর্বশেষ হামলায় আইআরজিসি ‘ফাত্তাহ’ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলেও জানা গেছে। উচ্চ গতিসম্পন্ন এই ক্ষেপণাস্ত্র সহজেই ইসরায়েলের অ্যান্টি-ব্যালিস্টিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে সক্ষম।

‘ফাত্তাহ’ ক্ষেপণাস্ত্রের ওয়ারহেডে একটি গোলাকার ইঞ্জিন থাকে, যা কঠিন জ্বালানিতে চলে এবং এতে চলমান নোজেল থাকে—যার কারণে ক্ষেপণাস্ত্রটি সব দিকেই চলাচল করতে পারে। এটি পৃথিবীর বায়ুমণ্ডলের নিচ ও উপর দিয়ে ঘণ্টায় ম্যাক ১৩ থেকে ১৫ গতিতে চলতে সক্ষম।

ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনেয়িয়ে ইসরায়েলি হামলার পরে বলেছেন, ‘জায়োনিস্ট শাসকগোষ্ঠী বড় ভুল করেছে, গুরুতর অপরাধ করেছে এবং একেবারেই বেপরোয়া আচরণ করেছে।’

তিনি সতর্ক করে বলেন, ‘আল্লাহর ইচ্ছায় এর ফলাফলই ওই শাসকগোষ্ঠীকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। আমাদের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত এবং দেশের কর্মকর্তারা ও জনগণ সকলেই সশস্ত্র বাহিনীর পাশে রয়েছে। আজ দেশের সব রাজনৈতিক গোষ্ঠী ও বিভিন্ন দল থেকেও একই বার্তা এসেছে—সবাই একমত যে এই জঘন্য, ঘৃণ্য, সন্ত্রাসী জায়োনিস্ট পরিচয়কে শক্ত প্রতিরোধের মাধ্যমে জবাব দিতে হবে।’

Share This Article