আদর্শবান যুবকরা জাগলেই বাংলাদেশ জাগবে এই স্লোগান নিয়ে জামালপুরে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
মঙ্গলবার বিকালে ফৌজদারী মোড়ে এ উপলক্ষে সমাবেশের আয়োজন করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখা ।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সভাপতি এইচ.এম আব্দুল্লাহ সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর আলহাজ্ব হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহা: রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা সাধারণ সম্পাদক মুফতী মোজাম্মেল হকের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর সেক্রেটারী জেনারেল মুফতী মানসুর আহমদ সাকী।
বিশেষ বক্তার বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মোমেনশাহী বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতী জোবায়ের আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সভাপতি ডা.সৈয়দ ইউনুস আহমাদ, সহ-সভাপতি মুফতী মোস্তফা কামাল, সেক্রেটারী এইচ.এম সুলতান মাহমুদ সিরাজী প্রমুখ।
বক্তারা বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে জাতীয় নির্বাচন এখন বাংলাদেশের মানুষের প্রাণের দাবি। তারা আরও বলেন, যুবকরা হলো সমাজের উত্থান পতনের ইতিহাস। এই দেশ স্বাধীনের সময় যুবকদের ভুমিকা ছিল বেশি। তাই যুবকদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।