ইসলাম মার্কেট ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ

আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধিঃ

আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জের বানিজ্যিক শহর চৌমুহনী বাজারের ইসলাম মার্কেট ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা ও শপথ অনুষ্ঠিত হয়েছে।

ইসলাম মার্কেট ব্যবসায়ী সমিতির আয়োজনে উক্ত মার্কেট প্রাঙ্গণে সকল ব্যবসায়ী ও সমিতির নব-নির্বাচিত সকল সদস্যদের নিয়ে এই সভার আয়োজন করা হয়।

অত্র ব্যবসায়ী সমিতির নির্বাচনে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও সমিতির সভাপতি মাওলানা বোরহান উদ্দিন, সহ সভাপতি আবুল মহসিন পাটোয়ারী, সাধারণ সম্পাদক আবুল হোসেন, সহ সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার মিলন, কোষাধ্যক্ষ মোহাম্মদ সামছুল হক, দপ্তর সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দিন, প্রচার সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দিনকে গত ৩ই আগস্ট ৭ সসদ্য বিশিষ্ট সদস্যের ভিত্তিতে ভোটের মাধ্যমে ব্যবসায়ী ভোটারগন মার্কেটের কমিটি নির্বাচিত করেন।

নব-নির্বাচিত কমিটির সদস্যরা বলেন, চৌমুহনী বাজারের ইসলাম মার্কেটের উন্নয়নে সকল ব্যবসায়ী একত্রে কাজ করার আহবান জানান। মার্কেটের সুবিধা অসুবিধা সহ অত্র ব্যবসায়ীদের সকল কাস্টমার যাতে নির্দিদায় ও সাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারে সেদিকে খেয়াল রাখার জোর দাবি করেন। সেই সাথে নির্বাচিত কমিটি মার্কেটের কল্যানে সবসময় কাজ করতে পারে এইজন্য সবার সহযোগিতা কামনা করেছেন।

এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী আনিস উদ্দিন, বিশিষ্ট রাজনৈতিক ও ব্যবসায়ী শেখ সেলিম, প্রবীন সাংবাদিক এমজি বাবর, ইসলাম মার্কেটের সকল ব্যবসায়ী, সামাজিক ব্যক্তিবর্গ সহ আরো অনেকে।

Share This Article