আমিরুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক ::
নাটোর জেলার সর্ববৃহত উদ্যোক্তা মার্কেটপ্লেস এর উদ্যোক্তাদের অংশগ্রহণ এবং ক্রেতা সামাগমে অনুষ্ঠিত হলো আমরা নাটোরের উদ্যোক্তা ফোরামের মাসিক অফলাইন মিটআপ এবং পণ্য প্রদর্শনীর।
এন.এস কলেজ মাঠ ফুসকা বাড়িতে অর্ধশতাধিক নারী/পুরুষ উদ্যোক্তাদের অংশগ্রহণে আয়োজিত এই পণ্য প্রদর্শনীর উদ্বোধন করেন কৃষি উদ্যোক্তা ও আমরা নাটোরের উদ্যোক্তা ফোরামের প্রধান উপদেষ্টা সেলিম রেজা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেলিম রেজা বলেন, আমাদের “আমরা নাটোরের উদ্যোক্তারা ই-কমার্সে সফলভাবে কাজ করে যাচ্ছে। এখাতে তাদের অংশগ্রহণ প্রসংশনীয়। আমি চাই নিজেদের ব্যবসায়িক কাজে আরো প্রশিক্ষিত করে তারা এগিয়ে যাবে দক্ষতার সঙ্গে।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন আমরা নাটোরের উদ্যোক্তা ফোরামের নাটোর সদর থানা : ও অনুষ্ঠানের সভাপতি : ফয়সাল আহমদ শুভ বিশেষ অতিথি ,মিনহাজ উদ্দীন আত্তার।
নিভা রহমান ও বেলাল হোসেন এ-র যৌথ সঞ্চালনায় উপস্থিত ছিলেন, খন্দকার রাসেল, সিনথিয়া রহমান (শারমিন আক্তার) সাথী আক্তার, বিথী আক্তার, নাজমুল হোসেন হৃদয়, আব্দুর রহমান, হুমায়রা আক্তার আঁখি, তানভীর হোসেল, ওসমান গনী, শাকিলা আক্তার মিম, শরিফুল ইসলাম, রকিবুল ইসলাম, সুরভি আক্তার, প্রমূখ
দিনব্যাপী এই আয়োজনে পণ্য প্রদর্শনী ছাড়াও অনুষ্ঠিত হয়েছিল বেশ কয়েকটি বিটুবি মিটিং, উদ্যোক্তা পরিচিতি এবং কুইজ অনুষ্ঠান।
২০২১ সাল থেকে নাটোর উদ্যোক্তা ফোরাম বাংলাদেশে ফেইসবুক ভিত্তিক নাটোরের উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন এবং ব্যাণিজ্যিক প্রচার ও প্রসারে কাজ করে যাচেছ। অনলাইন ছাড়াও অফলাইন উদ্যোক্তাদের ডিজিটালাইজেশনে ও কাজ করছে নাটোর উদ্যোক্তা ফোরাম।