ঈদ উপলক্ষে স্থলবন্দরের ৫ দিন আমদানি-রপ্তানি বন্ধ

বাংলাদেশ চিত্র ডেস্ক

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৫ দিন বন্ধ থাকবে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম।জানা যায়, এই ৫ দিন আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার সাথে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে দুই দেশের বৈধ পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে। বন্ধের বিষয়টি নিশ্চিত করে আখাউড়া স্থলবন্দরের সি অ্যান্ড এফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফুরকান আহমেদ খলিফা। তিনি জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১০ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত ৫ দিন এই স্থলবন্দর দিয়ে ভারতের সাথে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। ১৫ এপ্রিল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ (ওসি) মো. খাইরুল আলম জানান, স্থলবন্দর দিয়ে দুই দেশের সবধরনের আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম ৫ দিন বন্ধ থাকবে, তবে দুই দেশের বৈধ পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে।

Share This Article